Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে মরিনহোর স্পার্স


২২ ডিসেম্বর ২০১৯ ১৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েক মৌসুম পেছনে ফিরে গেলেই স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির ডাগ আউটে দাঁড়িয়ে কোচিং করাতে দেখা যাবে হোসে মোরিনহোকে। তবে এরপর আরও এক ক্লাব ঘুরে এক বছর বিশ্রামে কাটিয়ে ফিরেছেন আবারও ডাগ আউটে। তবে এবার আর চেলসির হয়ে নয়। ফিরেছেন লন্ডনের আর এক ক্লাব টটেনহ্যাম হটস্পার্সের ডাগ আউটে।

মাউরিসিও পচেত্তিনোর অধীনে গেল মৌসুম দারুণ কাটানোর পর চলতি মৌসুমের শুরুটা বেশ বাজে হয়েছিল স্পার্সের। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ১১ ম্যাচের মধ্যে জয় এসেছিল মাত্র চার ম্যাচে যার বিপরীতে হার ছিল চার ম্যাচে। আর এতেই রুষ্ট স্পার্সের প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভি। শেষ পর্যন্ত পচেত্তিনোর ক্যারিয়ারের সমাপ্তি ঘটল স্পার্সে।

বিজ্ঞাপন

এরপর স্পার্সের কোচ হিসেবে ফেরেন হোসে মোরিনহো। অন্যদিকে চেলসির ডাগ আউটে মৌসুমের শুরুতে দায়িত্ব গ্রহণ করেন সাবেক চেলসি কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। নিষেধাজ্ঞায় পড়া চেলসিকে সেরা চারে নিয়ে আসেন ল্যাম্পার্ড। মোরিনহোর অধীনে নিজেদের খুঁজে চলেছে স্পার্স।

নিজেদের শেষ পাঁচ ম্যাচে তিন ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে টটেনহ্যাম। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে চেলসি জিতেছে মাত্র দুটিতে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য শেষ হাসিটা হেসেছিল চেলসিই। তবে সে সময় দুই দলের ডাগ আউটে মোরিনহো-ল্যাম্পার্ডের কেউই ছিলেন না। দুই দলের মুখোমুখি লড়াইয়ের শেষ পাঁচ দেখায় তিন জয় স্পার্সের আর চেলসি জিতেছে বাকি দুই ম্যাচে। বাংলাদেশ সময় রাত সাড়েও দশটায় শুরু হবে ম্যাচটি।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড স্পার্স বনাম চেলসি হোসে মোরনিহো