Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেদীর ঝড়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বড় জয়


২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:০৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। কুমিল্লার দেওয়া ১৬১ রানের জবাবে এক বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা।

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ১৯. ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

ঢাকার হয় ঝড়ো ইনিংস খেলেন মেহেদী হাসান। ব্যাট হাতে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২টি চার আর ৭টি ছয়ে মাত্র ২৯ বলে ৫৯ রান করেন মেহেদী হাসান। এর আগে বল হাতেও অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। নিজের কোটার ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে নিয়েছিলেন ২টি উইকেটও।

বিজ্ঞাপন

মেহেদী হাসান ছাড়াও ব্যাট হাতে রান পেয়েছেন তামিম ইকবাল। ৪০ বলে ৩৪ রান করে ফিরে যান তামিম, তবে তার আগেই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। শেষ দিকে অবশ্য কিছুটা নাটক জমিয়ে তুলেছিল কুমিল্লা তবে অভিজ্ঞ শহীদ আফ্রিদির ১৬ বলে ঝড়ো ২৬ আর মুমিনুল হকের ২৬ বলে ২৮ রানের ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা।

ওয়ারিয়র্সের হয়ে ৬৫ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ভানুকা রাজাপাকশে। টর্নেডো ইনিংসে ১৬০ রান তোলে কুমিল্লা।ইনিংসের দ্বিতীয় ওভারেই কুমিল্লার স্কোরবোর্ডে ১৬ রান হতেই সৌম্য সরকারকে (১০) বোল্ড করেন স্পিনার মেহেদী হাসান। এরপর চতুর্থ ওভারে সাব্বির রহমানকে শূন্য রানেই ফিরিয়ে দেন সেই মেহেদী হাসানই।

কুমিল্লার স্কোরবোর্ডে রান সংখ্যা তখন মাত্র ৩৩, উইকেট পড়ে গেছে দু’টি। তবে অপরপ্রান্তে ঠিকই আঁকড়ে থাকেন ভানুকা রাজাপাকশে। কুমিল্লার ব্যাটিং ইনিংসের ১০ম ওভারে ডেভিড মালানকে (৯) ফেরান সাদাব খান। আর এরপরেই ইয়াসির আলীকে সঙ্গী করে রাজাপাকশে গড়েন শত রানের জুটি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটিং ইনিংস। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৯৬ রানে অপরাজিত থাকেন রাজাপাকশে আর ইয়াসির আলী খেলেন ৩০ রানের ইনিংস। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে দু’টি উইকেট তুলে নেন মেহেদী হাসান। নিজের কোটার চার ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে নিয়েছেন এই দুই উইকেট আর চার ওভারে ৩২ রান দিয়ে বাকি একটি উইকেট নেন সাদাব খান।

ছবি: শ্যামল নন্দী

টপ নিউজ ঢাকা প্লাটুন বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মেহেদী হাসান যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর