Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামসুরের অর্ধশতকে লড়াকু সংগ্রহ খুলনার


২৩ ডিসেম্বর ২০১৯ ২০:১০

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। টস হেরে আগে ব্যাট করতে নামা খুলনাকে শুরু থেকেই চেপে ধরে রাজশাহীর বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে খুলনা ১৪৫ রান সংগ্রহ করতে পারে। খুলনার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অর্ধশতক তুলে লড়াকু সংগ্রহ এনে দেন শামসুর রহমান।

নিজের প্রথম তিন ম্যাচে দুই জয় আর এক হারে ৪ পয়েন্ট নিয়ে রাজশাহী রয়্যালস অবস্থান করছে পয়েন্ট তালিকার চারে। আর এক ম্যাচ বেশি খেলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্স।

বিজ্ঞাপন

ব্যাট করতে নেমে শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান রহমততুল্লাহ গুরবাজ (৪) আর মেহেদী হাসান মিরাজ (০) ফেরেন দলীয় মাত্র ৬ রানেই। প্রথম ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া খুলনার হাল ধরতে চেষ্টা করেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং রাইলি রুশো।

তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফেরেন মুশফিক আর সেই সঙ্গে খুলনা পড়ে যায় সঙ্কটে। ১২ বল খেলে মাত্র ১ রান করেন মুশফিক। অন্যরা ব্যর্থ হলেও এক প্রান্তে ঠিকই রানের চাকা সচল রাখেন রুশো। সাবেক এই প্রোটিয়া ২৪ বলে ৩৫ রান করে আফিফ হোসেনের শিকার হয়ে ফিরে যান রুশো।

ব্যাটিং ইনিংসের ৫ম ওভারে ২৯ রানে মুশফিক আউট হয়ে যাওয়ার পরের বলেই রানের খাতা খোলার আগেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এরপর শামসুর রহমানের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামলে নেন রুশো। তবে ১০ম ওভারে রুশো আউট হয়ে গেলে আরও বড় বিপর্যয়ের মুখে পড়ে খুলনা।

শেষ পর্যন্ত শামসুর রহমান আর রবি ফ্রাইলিঙ্কের দারুণ ব্যাটিংয়ে লড়াকু স্কোর গড়তে পারে খুলনা। শামসুর রহমান ৪৬ বলে ৫৫ রান করে ফেরেন আন্দ্রে রাসেলের শিকার হয়ে। আর ফ্রাইলিঙ্কের ২৬ বলে ৩১ রানের ইনিংসে শেষ পর্যন্ত টাইগার্সদের সংগ্রহ দাঁড়ায় ১৪৫ রান।

বিজ্ঞাপন

রাজশাহীর হয়ে ৪টি উইকেট তুলে নেন অধিনায়ক আন্দ্রে রাসেল। আর দু’টি করে উইকেট তুলে নেন কামরুল হাসান রাব্বি এবং রবি বোপারা।

ছবি: শ্যামল নন্দী

খুলনা টাইগার্স খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস চট্টগ্রাম পর্ব জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর