বর্ণবাদের দায়ে নিষিদ্ধ হলেন বাহরাইনের ফুটবলার
২৫ ডিসেম্বর ২০১৯ ১০:২৯
এবারে বর্ণবাদমূলক ইঙ্গিতের কারণে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাহরাইনের ফুটবলার সায়েদ বাকেরকে। চোখ দিয়ে অশোভন ভঙ্গির কারণে শাস্তির সম্মুখীন হন এই ডিফেন্ডার।
বিশ্বকাপের বাছাইপর্বের হংকংয়ের বিপক্ষে মাঠে খেলারত অবস্থায় গ্যালারির এক সমর্থকের দিকে অশোভন ইঙ্গিত দেন সায়েদ। তার সেই তাকানোর ভঙ্গি নজর এড়ায়নি ফিফার। ফিফার আইনানুসারে তার সেই দৃষ্টির ভঙ্গিমা বর্ণবাদের ভেতর পড়ে যায়। যার দরুন ১০ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা নেমে আসে তার ওপর। সেই সাথে শাস্তি স্বরূপ তাকে আরও গুণতে হবে ৩০ হাজার সুইস ফ্রাঙ্কও।
উল্লেখ্য, গত জুলাই থেকে বর্ণবাদের বিরুদ্ধে একপ্রকারে যুদ্ধ ঘোষণা করেছে ফিফা। ফুটবলে বর্ণবাদ রোধে কাউকে ছাড় দেয়া হবে না বলে অঙ্গিকারবদ্ধ হয়েছিলো ফিফা। সামান্য বর্ণবাদের আলামত কোনো ফুটবলার থেকে পেলেই তাকে সর্বনিম্ন ১০ ম্যাচের নিষেধাজ্ঞা থেকে শুরু করে আজীবন নিষিদ্ধের বিধান করেছে ফিফা।