Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে খারিজ: খেলতে সমস্যা নেই জাতীয় দলের তিন ফুটবলারের


২৫ ডিসেম্বর ২০১৯ ২১:১৮

ঢাকা: জাতীয় দলের তিন ফুটবলারের উপর নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট আদালত। এক ক্লাবের হয়ে টাকা নিয়ে অন্য ক্লাবে নাম লেখানোর অভিযোগ খারিজ করায় তিন ফুটবলারের মাঠে নামতে আর কোনো বাধা নেই। পরের ম্যাচে আরামবাগের বিপক্ষে মাঠে নামছেন ঢাকা আবাহনীর তিন ফুটবলার ডিফেন্ডার রায়হান হাসান, মাঝমাঠের ফুটবলার সোহেল রানা (জুনিয়র) ও ডিফেন্সিভ মিডফিল্ডার মো. সোহেল রানা (সিনিয়র)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশ্বস্ত এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। আগামিকাল বৃহস্পতিবার সকালেই আদালতের চিঠি ফেডারেশনের কাছে পৌছাবে বলে নিশ্চিত করেন এই সূত্র।

বিজ্ঞাপন

ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সারাবাংলাকে জানান, ‘তিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছেন আদালত। পরের ম্যাচে খেলতে তাদের কোন বাধা নেই আর।’

এতে করে চলতি ফেডারেশন কাপে আবাহনীর হয়ে তিন ফুটবলারের খেলা নিয়ে কার্যত কোনো সমস্যা থাকছে না। আরামবাগের বিপক্ষে ঢাকা আবাহনীর ম্যাচে তিন ফুটবলারের খেলতে বাধা থাকছে না।

প্রসঙ্গত, শেখ রাসেল ক্রীড়া চক্রের অভিযোগ ছিল, ২০১৯-২০ মৌসুমে দলবদলের সময় শেখ রাসেলের কাছে আগাম টাকা নিয়েছেন আবাহনীর তিন ফুটবলার। চুক্তির নিয়ম ভঙ করে যোগ দিয়েছেন ঢাকা আবাহনীতে। এদের মধ্যে রায়হান ও সোহেল (জুনিয়র বয়সে) দুজনই ঢাকা আবাহনীতে খেলেছেন গত মৌসুমে। আর সোহেল রানা (সিনিয়র) শেখ রাসেল ছেড়ে ঢাকা আবাহনীর ডেরায় যোগ দিয়েছেন। এর পরে তিন ফুটবলার আইনের দ্বারস্থ হলে নিষেধাজ্ঞা খারিজ করে দেন আদালত। এর আগে জর্জকোর্টও নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছিলেন।

তিন ফুটবলার বাংলাদেশ ফুটবল দল হাইকোর্টে খারিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর