Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার লিগে রাতে বিগ ম্যাচে মাঠে নামছে লিভারপুল-লিস্টার


২৬ ডিসেম্বর ২০১৯ ১০:০৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে রাতে বিগ ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে লিস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ২ টায় শুরু হবে ম্যাচটি।

দুই ম্যাচ আগেই লিভারপুলের জয়রথ থামে লিগ কাপে অ্যাস্টন ভিলায়। কিন্তু সেই রেশ কাটিয়ে উঠে আবার পাগলা ঘোড়া ছুটিয়ে চলছে ক্লপ শিষ্যরা। দুর্দান্ত জয়ে ক্লাব সেরার খেতাবটা নিজেদের করে নিয়েছে দলটি। সেই সাথে রয়েছে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে।

অপরদিকে লিগের দ্বিতীয় দল হিসেবে বর্তমানে টেবিলে অবস্থান করছে লিস্টার সিটি। লিভারপুলের মতো জয়রথ ছুটাতে না পারলেও ১৭ ম্যাচের ভেতর মাত্র ৩ ম্যাচে হেরেছে স্বাগতিকরা।

প্রিমিয়ার লিগে নিজেদের মুখোমুখি ৯৩ ম্যাচে ৩৯ টিতে জয় পেয়েছে লিভারপুল। ২১ টি ম্যাচ হয়েছে ড্র। বাকি ৩৩ ম্যাচ গিয়েছে লিস্টারের ঝুলিতে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান এগিয়ে রাখছে অল রেডদের আরও এক দিক দিয়ে। নিজেদের শেষ পাঁচ দেখাতেও ৪ বারই জয়ের হাসি হেসেছে তাঁরা। একটি ম্যাচ হয়েছে ড্র।

এদিকে ইনজুরির কারণে সুধুমাত্র ম্যাথু জেমসকে দলে পাচ্ছে না স্বাগতিকরা। আর অল রেডদের দলে থাকছেন না অ্যালেক্স অক্সালেড, ডিজান লভরেন, ফ্যাবিনহো, এডউইন ক্লাইন, জো মাতিপকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর