Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে আবারো দলের বাইরে ডি ভিলিয়ার্স


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫১

সারাবাংলা ডেস্ক

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অস্ত্র এবি ডি ভিলিয়ার্স। খেলেছিলেন সিরিজের শেষ তিনটি ম্যাচ। শেষ ওয়ানডেতে আবারো ইনজুরিতে পড়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন প্রোটিয়া এই ব্যাটসম্যান।

সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেতে হাঁটুতে চোট পান ভিলিয়ার্স। ফলে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না তিনি। এবার হলো, ভারতের বিপক্ষে পুরো টি-টোয়েন্টি সিরিজেই থাকছেন না প্রোটিয়া দলের এই ব্যাটিং অস্ত্র।

ফিটনেস টেস্টে নির্বাচকদের সন্তুষ্ট করলেও ভারতের বিপক্ষে এই সিরিজে খেলে আবারো ইনজুরিতে পড়ার ঝুঁকি আছে বলে জানিয়েছে প্রোটিয়াদের টিম ম্যানেজার ড. মোহাম্মদ মুসাজি, ‘শুক্রবার ফিটনেস টেস্টে উতরে গেলেও চলমান সিরিজে খেললে আবার চোট ফিরে পাওয়ার ঝুঁকি আছে তার।’

আগামী মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি ভিলিয়ার্সকে পুরোপুরি ফিরে পেতে চায় নির্বাচকরা। সেই লক্ষ্যেই তাকে বিশ্রাম ও পূনর্বাসনে রাখার মতামত দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের মেডিক্যাল টিম।

৩৪ বছর বয়সী ভিলিয়ার্সের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে কারও নাম ঘোষণা করেননি নির্বাচকরা।

 

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর