আর আশ্বাস নয়, জানুয়ারি থেকেই মেয়েদের লিগ শুরু করতে চায় বাফুফে
২৬ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৪
ঢাকা: দফায় দফায় পিছিয়েছে মেয়েদের নিয়ে লিগ করার উদ্যোগ। আশ্বাসের উপর আশ্বাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি মাসেই লিগ শুরু করতে চেয়েও মাঠে গড়ায়নি বহু কাঙ্খিত লিগ। এবার আর আশ্বাস নয়; আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক। এ মাসে নাহলেও পিছিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে কৃষ্ণা-সাবিনাদের নিয়ে লিগ শুরু করতে চায় বাফুফে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাফুফে ভবনে নারী লিগ নিয়ে বৈঠক করে কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমকে এই আশ্বাস দিয়েছেন বাফুফের উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
যদি এমন হয় তাহলে অবশেষে ৬ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল লিগ। ৩১ জানুয়ারি থেকে ৫ দল নিয়ে শুরু হবে লিগ। তবে দল বাড়াতে চেষ্টা করছে বাফুফে। ক্লাব গুলোর অনাগ্রহের জন্যই নিয়মিত লিগ করা যায়নি বলে মন্তব্য এই নারী সংগঠকের।
সবশেষ নারী ফুটবল লিগ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ ও ২০১৩ সালে। ঐ দুই আসরের পর কেটে গেছে ৬ বছর। এবার আয়োজন হচ্ছে তৃত্বীয় আসর। কিন্তু মাঝে কেন আয়োজন করা হয়নি নারী ফুটবল লিগ? সে প্রশ্নের জবাবটা দিলেন স্বয়ং উইমেন্স উইং এর চেয়ারম্যান, ‘এবারের আসরে অংশ নেবে বসুন্ধরা কিংস, শেখ রাসেল, শেখ জামাল, এফসি উত্তরবঙ্গ এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। তবে দল বাড়ানোর চেষ্টা করছে বাফুফে। আর সে তালিকায় আছে বাংলাদেশ আনসার ও টিম বিজেএমসি।’
নারী লিগের দলবদল শুরু হবে ১২ জানুয়ারি থেকে। শেষ হবে ২৬ জানুয়ারি। আর ৩১ জানুয়ারি থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে নারীদের এই লিগ। এই লিগে তিনশ’ ফুটবলার দলবদলে অংশ নেবেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আগামী ১২ থেকে ২৬ জানুয়ারি চলবে দল বদল। সে কারণে প্রায় ৩ শ খেলোয়াড় এর তালিকা তুলে দেয়া হয়েছে ক্লাব গুলোর হাতে।’
১১ জানুয়ারি পর্যন্ত নিয়ম মেনে যে কোনো দল লিগে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন কিরণ, ‘লিগে অংশ নিতে ১১ জানুয়ারি পর্যন্ত খোলা থাকছে এন্ট্রি ডেস্ক। নিয়ম মেনে কোনো ক্লাব, বা সংস্থা অংশ নিতে পারবে এই আসরে।’
লিগ শুরুর সংবাদে খুশি জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ‘অনেকদিন ধরেই শুনছি লিগ শুরু হবে। আজকে ভালো লাগছে যে জানুয়ারিতে শুরু হবে লিগ। এতে অনেক খেলোয়াড়ই মাঠে ফিরবে। তাদের সুযোগ হবে। ভালো লাগছে।’
নারী ফুটবল লিগ পাঁচ দল বাফুফে উইমেন্স উইং বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাহফুজা আক্তার কিরণ