Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ যদি আমাকে ব্রো বলে মজা পায় পাক: ইমরুল


২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৩০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৭

ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটে রান ফোয়ারা ছুটলেও জাতীয় দলে এলেই কেমন চুপসে যান ইমরুল কায়েস! ঘরোয়া ক্রিকেটের সেই স্বভাবসুলভ ব্যাটিং আন্তর্জাতিক অঙ্গনে পাড়ি জমায় দূরপরবাসে! ক্রিকেটেতো এটা হতেই পারে। তাছাড়া ইমরুল কায়েস তো এদেশের ক্রিকেটকে কম দেননি। কিন্তু লাল সবুজের ভক্তরা তার জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে যেন মেনে নিতে পারছেন না। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে ‘ইমরুল ব্রো’ অভিহিত করে ট্রলে মেতে উঠেছেন। তাতে অবশ্য বিব্রত নন লাল সবুজের এই ওপেনার।

বিজ্ঞাপন

বরং বিষয়টিকে বেশ স্পোর্টিংলিই নিয়েছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্রো বিশেষণে তার কোন আফসোস নেই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান।

ইমরুল বলেন, ‘কেউ যদি আমাকে ব্রো বলে মজা পায় পাক না অসুবিধা কি? আমার আফসোস নেই। তারা হয়ত আমাকে ভালোবেসে ইমরুল ব্রো বলে ডাকছে। সমস্যা নেই।’

তাকে ব্রো বলুন আর যাই বলুন না কেন, বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট হাতে উড়ন্ত ফর্মে আছেন এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টপ অর্ডার। টুর্নামেন্টে খেলা ৮ ম্যাচে ২৩৫ রান নিয়ে আছেন সেরা রান সংগ্রাহকের তালিকায় পাঁচে। ম্যাচ প্রতি গড় তার ৩৯.১৬। আর স্ট্রাইক রেট ১৪১.৫৬।

ইমরুল কায়েস টপ নিউজ ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর