Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছর জুড়ে সেরাদের চালকের আসনে টাইগার যুব ক্রিকেটাররা


২৮ ডিসেম্বর ২০১৯ ১৮:২৯

বিশ্ব ক্রিকেট থেকে চলে যাচ্ছে আরও একটি বছর। এই বছরটি বেশ স্মরণীয় হয়েই থাকবে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে। আর সেটি থাকবেই না কেনো? কারণটা হলো, যাচ্ছে বছরে যুব ক্রিকেটের আন্তর্জাতিক আসরে সেরা অবস্থান দখল করে রেখেছে তারাই। ব্যাটিং, বোলিং সব দিক দিয়েই রয়েছে শীর্ষস্থানে।

২০১৯ সালের ক্রিকেটের অনূর্ধ্ব ১৯ পর্যায়ে সেরাদের আসনে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের যুব ব্যাটসম্যান এবং বোলাররা। বছরের সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট শিকারি দুইজনই বাংলাদেশের।

বিজ্ঞাপন

২০১৯ সালে যুব ক্রিকেটে ১০ জন সর্বোচ্চ রান সংগ্রাহকের ভেতর ৪ জন রয়েছেন বাংলাদেশের। পাকিস্তানের রয়েছেন দুই জন, শ্রীলঙ্কার ৩ জন এবং ভারতের এক জন। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তৌহিদ হৃদয় (১), মাহমুদুল হাসান (২), তানজিদ হাসান (৪) এবং আকবর আলী (৮)।

তালিকার শীর্ষে থাকা হৃদয় এবং জয় ছাপিয়ে গেছেন জাতীয় দলে খেলা নাজমুল হাসান শান্তর করা অনূর্ধ্ব ১৯ এর ২০১৫ সালের রেকর্ড। এর আগে নাজমুল শান্তর রেকর্ড ছিলো ৮৯৫ রানের। ২০১৫ সালে করা তার সেই রেকর্ড এবছর ভেঙে দিলেন হৃদয় এবং জয় দুই জনই।

চলুন দেখে নেই বছর সেরা ১০ ব্যাটসম্যানদের তালিকাঃ

নম্বর

নাম

দেশ

ম্যাচ

রান

সেরা

তৌহিদ হৃদয়

বাংলাদেশ

২০

১০০১

১২৩*

মাহমুদুল হাসান জয়

বাংলাদেশ

২০

৯১৫

১২৬

রোহাইল নাজির

পাকিস্তান

১৪

৭৭১

১১৭

তানজিদ হাসান

বাংলাদেশ

২১

৭৩১

১১৭

কামিল মিশ্রা

শ্রীলঙ্কা

১৬

৬৬৩

১২৩

হায়দার আলি

পাকিস্তান

১৪

৫৪৮

১১৬

নিপুণ ধানাঞ্জায়া

শ্রীলঙ্কা

১৮

৫৩৮

৯১*

আকবর আলী

বাংলাদেশ

২২

৫১৭

৬৬*

বিজ্ঞাপন

নাভোদ পারানাভিথানা

শ্রীলঙ্কা

১৬

৪৮২

১০৮

১০

অজয় কুমার সাক্সেনা

ভারত

০৯

৪৫২

১০২

ব্যাটের পর বল হাতেও সাফল্যের নজির দেখিয়েছেন বাংলাদেশি যুবা বোলাররা। শীর্ষ দশের ভেতর  ৫ জনই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। বল হাতে লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন তানজিম হাসান সাকিব (১), মৃত্যুঞ্জয় চৌধুরী (৩), রাকিবুল হাসান (৫), শরিফুল ইসলাম (৬), শামিম হোসেন (৭)।

সেরা দশে তাদের সাথে আরও রয়েছেন দুই জন ভারতীয়, দুই জন লঙ্কান এবং একজন ইংলিশ যুব বোলার।

যাচ্ছে বছরের সেরা ১০ বোলার হলেনঃ

নম্বর

নাম দেশ উইকেট সেরা

তানজিম হাসান সাকিব

বাংলাদেশ

২৮

৪/৪৯

জর্জ বাল্ডারসন

ইংল্যান্ড

২৪

৪/৪৭

মৃত্যুঞ্জয় চৌধুরী

বাংলাদেশ

২৪

৪/৫০

কাভিন্দু নাদিশান

শ্রীলঙ্কা

২৩

৪/১৭

রাকিবুল হাসান

বাংলাদেশ

২৩

৩/১৯

শরিফুল ইসলাম

বাংলাদেশ

২২

৫/৪৩

শামিম হোসেন

বাংলাদেশ

২০

৩/৮

ভিনোদ আনকোলেকার

ভারত

১৯

৫/২৮

সুশান্ত মিশ্র

ভারত

১৯

৫/২০

১০ সুদিরা থিলাকারাত্নে শ্রীলঙ্কা ১৯

৪/৩৪

অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের এমন পারফর্মেন্স স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে আসছে বছরে ভালো কিছু উপহার দেবার। এখন দেখার বিষয় সেটা কতটা সফলতার মুখ দেখতে সক্ষম হয়।

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর