Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিকের অর্ধশতকে বড় সংগ্রহ রাজশাহীর


২৮ ডিসেম্বর ২০১৯ ১৫:০৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রাজশাহী রয়্যালস এবং কুমিল্লা ওয়ারিয়র্স। আগে ব্যাট করে কুমিল্লাকে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রানে থামে রয়্যালসদের ইনিংস।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডেভিড মালান। শুরুটা দারুণ করেছিলেন রাজশাহীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস এবং আফিফ হোসেন। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান গড়েন ৫৬ রানের জুটি। ১৯ বলে ২৪ রান করে লিটন ফিরলে ভাঙে এই জুটি। তবে শোয়েব মালিকের সঙ্গে জুটি গড়েন আফিফ। তবে অর্ধশতক থেকে ৭ রান দূরে থাকতে ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান তিনিও।

বিজ্ঞাপন

আফিফের আউটের পর রবি বোপারেও ফেরেন মাত্র ১০ রান করে। তবে এক প্রান্তে দাঁড়িয়ে থাকা শোয়েব মালিক তুলে নেন অর্ধশতক। অন্যদিকে অধিনায়ক আন্দ্রে রাসেলে তোলেন তার ব্যাটের ঝড়। শোয়েব মালিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ রানে আর আন্দ্রে রাসেল ইনিংসের শেষ বলে রান আউট হয়ে ফিরে যান ২০ বলে ৩৭ রান করে।

অন্যদিকে কুমিল্লার হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান, আর ৪ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন সানজামুল ইসলাম। এছাড়াও ২ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট তুলে নেন সৌম্য সরকার।

ঢাকা পর্ব বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রাজশাহী রয়্যালস বনাম কুমিল্লা ওয়ারিয়র্স