বাংলাদেশের কেউ সেঞ্চুরি করবে
২৮ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৮
নিজেদের ঘরের মাঠে চলছে বিপিএল। কিন্তু বাংলাদেশের কোন ব্যাটসম্যানই এখনো সেঞ্চুরির মুখ দেখেনি। দুটি সেঞ্চুরি যাও এসেছে তাও করেছেন বিদেশিরা। তবে খুলনা টাইগার্সের টপ অর্ডার আফিফ হোসেন ধ্রুব’র প্রত্যাশা বাংলাদেশের কেউ অচিরেই এই ক্লাবে নাম লেখাবেন।
বিপিএল চট্টগ্রাম পর্বে রান প্রসবা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন সিলেট থান্ডারের ক্যারিবিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচার (অপ ১০৩)। একই ভেন্যুতে দ্বিতীয় শতকটি এসেছিল কুমিল্লা ওয়ারিওর্সের ইংলিশ টপ অর্ডার ডেভিড মালানের ব্যাট থেকে (অপ ১০০)। পক্ষান্তরে টুর্নামেন্টের এই পর্যন্ত দেশি ব্যাটসম্যানদের হয়ে সর্বোচ্চ ৯৬ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৮৮ রান করেছেন সৌম্য সরকার। আর অপরাজিত ৮৪ রান নিয়ে এরপরেই আছেন মোহাম্মদ মিঠুন। যেন আসি আসি করেও আসছে না তিন অঙ্কের সেই ম্যাজিক ফিগার। এমতাবস্থায় আফিফ হোসেন ধ্রুব শোনালেন আশার বানী। দেশের কেউ না কেউ সেঞ্চুরি করবেই।
‘হয়তো পরিস্থিতি অনুযায়ী রান রেট অনেক উপরে থাকে। রান রেট ঠিক রাখতে হয়ত ভুল শট খেলে ফেলে। তো হবে (দেশি ব্যাটসম্যানদের)’
শনিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন আফিফ।
স্বদেশী সিনিয়রদের মতো খুলনার এই ব্যাটিং অলরাউন্ডারও এখনো যাদুকরী সেই তিন সংখ্যার দেখা পাননি। টুর্নামেন্টে তার ব্যক্তিগত ৭৬ রান, যা এসেছিল ২৪ ডিসেম্বর, সিলেট ওয়ারিয়র্সের বিপক্ষে। কবে দেখা পাবেন সেটাও স্পষ্ট করে বলতে পারছে না। তবে হাল ছাড়ছেন না তরুণ এই অলরাউন্ডার। ‘সেটা আমি বলতে পারছি না। ভাল খেলব যখন আসার আসবে।’