Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাথান-প্যাটিনসনে বড় জয় অস্ট্রেলিয়ার


২৯ ডিসেম্বর ২০১৯ ১৭:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলবোর্নে  বক্সিং ডে টেস্ট ৪ দিনেই নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। নাথান লিওন এবং জেমস প্যাটিনসনের দুধর্ষ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে নিলো অজিরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেয়া ৪৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ এই গুটিয়ে যায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউইদের জয়ের জন্য ৪৮৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা।

চতুর্থ দিনে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ রানেই তিন ব্যাটসম্যানকে হারায় কিউইরা। দ্রুত উইকেট পতনে বেশ বিপাকে পড়ে সফরকারীরা। তবে উইকেটের এক প্রান্ত আগলে ধরে রেখে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন টম ব্লান্ডেল। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

বিজ্ঞাপন

কিন্তু লিওন-প্যাটিনসনের বোলিং তোপে নাজেহাল হয়ে পড়ে কিউই ব্যাটসম্যানরা। একে একে সবাই শামিল হতে থাকেন আসা যাওয়ার মিছিলে।

ফলশ্রুতিতে দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে থামে নিউজিল্যান্ডের রানের চাকা। নাথান লিওন নেন ৪ উইকেট এবং প্যাটিনসন নেন ৩ টি উইকেট।

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বক্সিং ডে টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর