ভেন্যু কমছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের
২৯ ডিসেম্বর ২০১৯ ২২:৩৪
ঢাকা: গেল মৌসুমে সিলেট-কক্সবাজার আর ঢাকায় আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। এবার টুর্নামেন্টের ভেন্যু কমছে। বাদ দেয়া হয়েছে সিলেট ও কক্সবাজার ভেন্যু। চূড়ান্ত করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই ভেন্যুতেই গড়াচ্ছে মধ্য জানুয়ারি থেকে শুরু হওয়া ছয় জাতির টুর্নামেন্ট।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে টুর্নামেন্টের স্বত্বাধিকারি প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে চুক্তি সম্পন্ন করে এ বিষয়ে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করায় শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আয়োজন করা হবে এই টুর্নামেন্ট এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি।
যদিও টুর্নামেন্টটি গত নভেম্বরে মাঠে নামানোর চিন্তা করেছিল বাফুফে। পরে পিছিয়ে ২০২০ সালে নেয়া হয়েছে। ১৫ থেকে ২৫ জানুয়ারি হবে এই ভেন্যুতে হবে বঙ্গবন্ধুর নামে এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি।
গত আসরের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের স্বত্ব কিনে নিয়েছে কে-স্পোর্টস। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক খরচ বহন করবে কে স্পোর্টস। ‘গেটমানি’ পেয়ে বরং লাভের মুখ দেখতে পারে ফুটবল ফেডারেশন।
শেষ পর্যন্ত ছয় জাতি নিয়ে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। ৪ জানুয়ারি হবে ড্রয়ের অনুষ্ঠান। সেদিনই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হবে। তবে আপাতত বাংলাদেশ ছাড়া বাকী পাঁচ দলকে চূড়ান্ত করেছে বাফুফে। দলগুলো হলো- লাওস, শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া, কিরগিজস্তান ও কম্বোডিয়া।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেন্যু