Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিএআর বিতর্কের পরও ম্যাচ জিতে বছর শেষ লিভারপুলের


৩০ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৬

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটি লিভারপুলের কাটছে স্বপ্নের মতো। লিগে খেলা এখন পর্যন্ত ১৯ ম্যাচের মধ্যে নেই কোনো হার, কেবল একটি ড্র’র বিপরীতে জয় ১৮টি ম্যাচে। তবে বছরের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স প্রায় থামিয়ে দিয়েছিল লিভারপুলকে। যদিও শেষ পর্যন্ত তারা পয়েন্ট হারিয়েছে, কিন্তু এই ম্যাচে বড় বিতর্ক এখন ‘ভিএআর’। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি উলভসের একটি গোল বাতিল করেছে। আর এই গোলটি বাতিল না করলে আগের ম্যাচে ম্যান সিটিকে ৩-২ গোলে হারানো উলভস হয়তো থামিয়ে দিত লিভারপুলকে। যদিও শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জিতেই বছর শেষ করেছে ইয়্যুর্গেন ক্লপের লিভারপুল।

বিজ্ঞাপন

ভিএআর বিতর্ক কেবল এখানেই শেষ নয়। উলভসের গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে ভিএআরের সাহায্য নিয়ে। ঠিক সেখানেই লিভারপুলের সাদিও মানের করা গোল নিয়েও উঠেছে যথেষ্ট আলোচনা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই দাপট লিভারপুলের। সালাহ-ফিরমিনো-মানে ক্যারিয়ারের সর্বোচ্চ ফর্ম দিয়ে ছিন্নভিন্ন করছে উলভসের রক্ষণকে। আর ফলাফলও আসে ম্যাচের ৪২ মিনিটে। নিজেদের সীমানা থেকে আসা বল ডি-বক্সে পেয়ে হেডে সামনে বাড়াতে গিয়ে পারেননি অ্যাডাম লালানা; বল তার কাঁধে লাগার পর ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান মানে। রেফারি শুরুতে হ্যান্ডবলের বাঁশি বাজিয়েছিলেন, তবে ভিএআরের সাহায্যে পরে সিদ্ধান্ত বদলান তিনি।

বিরতির খানিক আগে সুযোগ আসে উলভসের কাছে, কর্নার থেকে বল পেয়ে জালে জড়িয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। কিন্তু এবারও ভিএআরের সিদ্ধান্ত লিভারপুলের পক্ষে আর কপাল পুড়েছে উলভসের। ভিএআর দেখে সিদ্ধান্ত অফসাইড। এখানেই অবশ্য গোলের শেষ, আর কোনো দলই গোলের দেখা না পেলে মানের করা একমাত্র গোলেই শেষরক্ষা লিভারপুলের।

আর তাতেই ১৯ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা লিচেস্টারের পয়েন্ট ৪২। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে।

ইংলিশ প্রিমিয়ার লিগ উলভস লিভারপুল বনাম উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর