Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মহত্যার হুমকি দিলেন দানিশ কেনেরিয়া


৩০ ডিসেম্বর ২০১৯ ১১:১০

হঠাৎ করেই বিশ্ব গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছেন পাকিস্তানের ক্রিকেটের দানিশ কেনেরিয়া। গত সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব আখতার বলেন দানিশ কেনেরিয়া অন্য ধর্মের হওয়ায় বৈষম্যের শিকার হতেন পাকিস্তান জাতীয় দলে। আর এই বিস্ফোরক মন্তব্যের পর থেকেই যেন আর থামানো যাচ্ছে না দানিশ কেনেরিয়াকে। একের পর এক অবিশ্বাস্য তথ্য দিয়ে চলেছেলন। সম্প্রতি নিজের হতাশা বর্ণনা করতে গিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) আবারও বেফাঁস মন্তব্য করে বসেছেন দানিশ কেনেরিয়া। বলেছেন, ‘পাকিস্তানে এমন কিছু ক্রিকেটার খেলেছে যারা টাকার জন্য নিজের দেশকেও বিক্রি করে দিয়েছে। আর এসব জানার পরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ফিররিয়ে এনেছে। কিন্তু আমি তো এমন কোনো অপরাধ করিনি। অথচ আমার নিষেধাজ্ঞা তোলার জন্য অনেক বোর্ড কর্মকর্তার কাছে গেলেও তারা আমার জন্য কিছুই করেনি।‘

স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। আর এরপর থেকেই ক্রিকেটসহ এর সঙ্গে জড়িত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ রয়েছেন তিনি। রোববার (২৯ ডিসেম্বর) নিজের হতাশার কথা বলতে গিয়ে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন। কেনেরিয়া বলেন, ’১০ বছর ধরে আমি কোনো ধরনের উপার্জন করতে পারছি না। আগে আমাকে টিভি চ্যানেলে ডাকা হতো এখন সেটাও বন্ধ করে দিয়েছে। তার আগে যত টিভিতে কাজ করেছি সেসব অনুষ্ঠানে বকেয়াও আমাকে দেওয়া হচ্ছে না। আমার সংসার আছে, আপনারা তো আমার হাতই কেটে দিয়েছেন। আর কি চান? নিজেকে শেষ করে দিই?’

নিজের ইউটিউব চ্যানেলে এমন বিস্ফোরক মন্তব্য করার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ কেনেরিয়ার এমন কথাকে কেবল সস্তা জনপ্রিয়তা পাওয়ার উপায় বলেই আখ্যা দিয়েছেন। আর কারও নাম না বলেই কেনেরিয়া বলেন, ‘পাকিস্তানের অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচ পাতিয়েছে। অথচ তাদের সম্মান দিয়ে দলে ফেরানো হয়েছে। পাকিস্তানের জন্য আমি দশ বছর মাঠে রক্ত ঝরিয়েছি। টেস্ট ম্যাচে দিনে ৩০-৪০ ওভার বোলিং করে আঙুল রক্তাক্ত হলেও চোট-আঘাতের অজুহাত দিয়ে কোনওদিন মাঠ ছেড়ে পালাইনি।‘

আত্মহত্যার হুমকি দানিশ কেনেরিয়া পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর