Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজর পদমর্যাদায় থিসারা পেরেরা


৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:১২

সাবেক লঙ্কান অধিনায়ক দীনেশ চান্ডিমালের পথ অনুসরণ করলেন থিসারা পেরেরা। চান্ডিমালের পথ ধরে যোগদান করেছেন শ্রীলঙ্কান সেনাবাহিনীতে । সেই সাথে স্বেচ্ছাশ্রমের হেতু পেয়েছেন মেজর পদমর্যাদাও। লঙ্কান সাবেক এই অধিনায়ক নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার গাজাবা রেজিমেন্টে।

নিজের ব্যক্তিগত টুইটারে তিনি শ্রীলঙ্কান সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শিভেন্দ্র সিলভার সাথে একটি ছবি প্রকাশ করে তিনি সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শিভেন্দ্র সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি সেনাবাহিনীতে যোগদান করছি। তাঁর কাছ থেকে আমন্ত্রণ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’

এরপর শ্রীলঙ্কান সেনাবাহিনীর দলের হয়ে একটি ম্যাচও খেলেন সাবেক এই লঙ্কান অলরাউন্ডার।

লঙ্কান সাবেক এই অধিনায়ক ২০০৯ সালে শ্রীলঙ্কার জার্সি গায়ে প্রথম ওয়ানডে খেলার সুযোগ পান। ২০১১ সালে কার্ডিফে অভিষিক্ত হন টেস্ট খেলোয়াড় হিসেবে। যদিও ৬ টি টেস্ট খেলেই ইতি টানতে হয় তাঁর ক্রিকেট ক্যারিয়ারের।

টেস্টে নিয়মিত না হলেও বেশ সরব ছিলেন ওয়ানডে এবং টি-২০ তে। শ্রীলঙ্কার হয়ে এযাবৎ খেলেছেন ১৬১ টি ওয়ানডে এবং ৭৯ টি টি-২০ ম্যাচ।

সেই সাথে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে তিনি বেশ পরিচিত মুখ। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই অল রাউন্ডার। সেই সাথে বিপিএলে গেলো আসরে খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। এবারের চলতি বিপিএলেও খেলছেন তিনি। চলতি আসরে তিনি খেলছেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে।

থিসারা পেরেরা মেজর শ্রীলঙ্কা সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর