Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীর সামনে রান পাহাড় দাঁড় করে দিলো রংপুর


৩১ ডিসেম্বর ২০১৯ ২০:৫৬

চলতি বিপিএলের বছরের শেষ ম্যাচে রাজশাহীর সামনে রান পাহাড় দাঁড় করে দিয়েছে রংপুর রেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে রংপুরের সংগ্রহ ১৮২ রান।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাট করতে পাঠায় রাজশাহী রয়্যালস। ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে ওপেনার শেন ওয়াটসনকে হারায় রংপুর রেঞ্জার্স।

এরপর শুরু হয় ডেলপোর্ট ঝড়। মোহাম্মদ নাইমকে সাথে নিয়ে চালাতে থাকেন ব্যাটিং তাণ্ডব। ১৭ বলে ৩১ করা ডেলপোর্টকে ফিরিয়ে রাজশাহীর হয়ে দ্বিতীয় আঘাত হানেন আফিফ।

উইকেটের অপরপ্রান্তে থেকে রানের চাকা সচল রাখেন নাইম। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৫৫ রান করা নাইমকে ফেরান কামরুল রাব্বি। নাইমের বিদায়ের পর দলের হাল কাঁধে তুলে নেন লুইস গ্রেগরি এবং মোহাম্মদ নবী।

কিন্তু বিপত্তি বাঁধে দলীয় ১৪৬ রানে লুইস গ্রেগরির বিদায়ে। পরপর বিদায় নেন ফযলে মাহমুদ এবং মোহাম্মদ নবী। এতে করে কিছুটা ভাঁটা পরে রংপুরের ইনিংসে।

তবে শেষ দিকে আল আমিন এবং জহুরুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীর সামনে ১৮৩ রানের লড়াকু লক্ষ্য দাঁড় করায় রংপুর। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন আফিফ এবং মোহাম্মদ ইরফান।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর