জয় দিয়ে বছর শেষ করলো রংপুর
৩১ ডিসেম্বর ২০১৯ ২২:৩১
বঙ্গবন্ধু বিপিএলে জয় দিয়ে বছর শেষ করলো রংপুর রেঞ্জার্স। রাজশাহী রয়্যালসকে ৪৭ রানে হারিয়ে বিপিএলের তৃতীয় পর্ব শেষ করলো দলটি।
রংপুরের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। দলীয় ১২ রানেই হারিয়ে বসে তাদের ওপেনার আফিফ হোসেনকে।
এরপর প্রতিরোধ গড়ার দায়িত্ব নেন লিটন দাস এবং অলক কাপালি। কিন্তু বেশিক্ষণ সেই চেষ্টা ধরে রাখতে পারেননি এই দুই ব্যাটসম্যান। দলীয় ৫১ রানে তাসকিনের জোড়া শিকারে পরিণত হয়ে পরপর মাঠ ছাড়েন লিটন দাস এবং শোয়েব মালিক।
এই দুই ব্যাটসম্যানের পরপর বিদায়ে বেশ বিপাকেই পরে রাজশাহী। দলীয় ৬৪ রানে রাজশাহীর শিবিরে চতুর্থ আঘাত হানেন লুইস গ্রেগরি। এরপর ৯১ রানে তাসকিনের তৃতীয় শিকারে শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রাভি বোপারা।
এতেই শুরু হয়ে যায় রাজশাহী ডাগ আউটে আসা যাওয়ার মিছিল। ১১৯ রানে তাদের ৮ ব্যাটসম্যান ফেরে সাজঘরে। এতে করেই পরাজয় সুনিশ্চিত হয়ে যায় দলটির। শেষতক ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
রংপুরের হয়ে ২৯ রানে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে রংপুর সংগ্রহ করে ১৮২ রান।