Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে বসুন্ধরা কিংস


৩১ ডিসেম্বর ২০১৯ ২২:১৬

ঢাকা: এবার যেন বসুন্ধরা কিংসকে আগের তুলনায় গোছানো মনে হচ্ছে না। হোঁচট খেতে হয়েছে এবারের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের শুরু থেকেই। কষ্টার্জিত হলেও কোয়ার্টার ফাইনাল বাধা পার করেছে ডিফেন্ডিং রানার্স আপরা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে টাইব্রেকার রোমাঞ্চে হারিয়ে দ্বিতীয়বারের মতো সেমি ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা এসকেসিকে টাইব্রেকার ভাগ্যে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রেখেছে বসুন্ধরা কিংস। তবে ম্যাচ যত এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ঢাকা আবাহনীর মতোই না ভাগ্য বরণ করতে হয় স্বাধীনতা ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

বিজ্ঞাপন

যদিও শুরুটা উড়ন্তভাবেই করেছিল কিংস। ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় অস্কার ব্রুজনের শিষ্যরা। কলিনদ্রেস-মতিন-জালাল নৈপুণ্যে ম্যাচের লিড নেয় কিংস।

ডান প্রান্ত থেকে কলিনদ্রেসের বল ঠেলে দেন মতিন মিয়ার কাছে। মতিন এগিয়ে দেন মোহাম্মদ জালালের কাছে। সিক্স ইয়ার্ড থেকে বল জালে জড়াতে কষ্ট হয়নি লেবাননের এই ফরোয়ার্ডের।

পিছিয়ে পড়ে জ্বলে উঠে মুক্তিযোদ্ধাও। ৩৭ মিনিটে সুবর্ণ সুযোগ তৈরি করে দলটি। ডি বক্সের ডান প্রান্ত থেকে মেহেদী হোসেইন রয়েলের দারুণ পাস থেকে তারিকুল ইসলাম শট বারে ঢুকছিলই কর্নারের বিনিময়ে বলটা জালমুক্ত করেন কিংসের গোলরক্ষক জিকো।

প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থাকলেও জাল সামলাতে পারেনি কিংস। ৭৬ মিনিটে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। মেহেদী হাসানের লম্বা থ্রো থেকে কিংসের ডিফেন্ডারের ভুলে সিক্স ইয়ার্ড থেকে সহজ গোল করেন রয়েল।

বিজ্ঞাপন

ম্যাচে তখন বিরাজ করছে ঠাসা উত্তেজনা। ৮৫ মিনিটে কর্নার থেকে মুক্তিযোদ্ধার আরেকটি সুবর্ণ সুযোগ তৈরি করে। কর্নারে ভেসে আসা বলটাকে বিয়াগা পল এমিলি সুন্দর হেড করে ঠিকানায় ফেলছিলেন, শেষ মুহূর্তে বলটাকে দুর্দান্তভাবে সেভ দিয়ে দেন কিংসের গোলরক্ষক জিকো।

ম্যাচের নির্ধারিত সময় শেষে রেজাল্ট দাঁড়ায় ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

এই অতিরিক্ত সময়ের সবচেয়ে বড় সুযোগটা পায় বসুন্ধরা কিংস। ম্যাচটাই বের করে নিয়ে যাওয়ার সুযোগটা নষ্ট করে তারা। ১১৮ মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে নেয়া দেলমন্তের শট বারে লেগে ফিরে আসে। ফিরতি বল রবিউল হেডে বল এগিয়ে দেন কলিনদ্রেসের পায়ে। একা গোলরক্ষক প্রিতমকে ফাঁকি দিতে ব্যর্থ হয় কোস্টারিকান বিশ্বকাপ খেলুড়ে এই ফুটবলার। মেরে দেন বারের উপর দিয়ে।

ইনজুরি সময়েও মীমাংসা না হওয়ায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে। গত মৌসুমে স্বাধীনতা কাপে দুটি টাইব্রেকার ছিনিয়ে নায়ক হয়ে যাওয়া গোলরক্ষক জিকো আজকেরও নায়ক হোন তিনটি শট ঠেকিয়ে দিয়ে। ৪-১ ব্যবধানে সেই টাইব্রেকার জিতে নেয় বসুন্ধরা কিংস। পৌঁছে যায় সেমিতে।

এ জয়ে দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে কিংস। সেমিতে তাদের প্রতিপক্ষ নবাগত বাংলাদেশ পুলিশ। ৩ জানুয়ারি ম্যাচটি একই ভেন্যুতে মাঠে গড়াবে।

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর