Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের দাপট; তলানিতে সিলেট


১ জানুয়ারি ২০২০ ১৫:৪০ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৫:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলের তিন পর্ব শেষে ১২ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে টেবিলের শীর্ষে থেকে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট থান্ডার।

বিপিএলের চলতি আসরে ৯ ম্যাচের ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের চাইতে দুই ম্যাচ কম খেলে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

এদিকে খুলনার চাইতে এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে মাশরাফির যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের চারে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।

বিজ্ঞাপন

আর ৮ ম্যাচের ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে ডেভিড মালানের  কুমিল্লা ওয়ারিয়র্স। সমান সংখ্যক ম্যাচে সমান জয়-পরাজয়ে ৬ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থেকে ছয়ে অবস্থান করছে শেন ওয়াটসনের রংপুর রেঞ্জার্স।

আর ৮ ম্যাচে মাত্র ১ জয় ৭ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে হাবুডুবু খাচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট থান্ডার।

২ জানুয়ারি থেকে বিপিএল গড়াবে চায়ের নগরী সিলেটে, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। যেখানে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। আর সন্ধ্যা সাড়ে ছ’টায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট থান্ডার আতিথ্য দেবে কুমিল্লা ওয়ারিয়র্সকে।

তিন দিন টানা ৬টি ম্যাচ শেষে আবার ঢাকায় ফিরবে বিপিএল। ঢাকার তৃতীয় ও শেষ পর্বের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সিলেট থান্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর