Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফের বেতনভুক্ত কোচদের ২৪ লাখ টাকা জরিমানা এএফসির


১ জানুয়ারি ২০২০ ২০:০২

ঢাকা: গরহাজিরার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বেতনভুক্ত কোচদের বিরুদ্ধে প্রদক্ষেপ নিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)।  হাজিরা খাতায় নিয়মিত সাক্ষর না থাকায় ২৪ লাখ টাকার মতো জরিমানা করেছে এশিয়ান সবচেয়ে বড় ফুটবল সংস্থাটি। মোট ১৫ জন কোচের তিন মাসের বেতন কেটে নিয়েছে এএফসি।

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) বাফুফের কার্যনির্বাহী সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের এ তথ্য দেন।

বিজ্ঞাপন

সোহাগ জানান, ‘বাফুফের ১৯ জন কোচের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়ে এএফসি। তারা নিয়মিত হাজিরা খাতায় সাক্ষর করতেন না। তাই সতর্ক করার পাশাপাশি ২৮ হাজার ইউএস ডলার জরিমানা করেছে। মানে তাদের তিন মাসের বেতন কেটে নিয়েছে এএফসি। তিন মাসের বেতন টাকায় দাঁড়ায় ২৪ লাখ টাকা প্রায়।’

বাংলাদেশ নারী জাতীয় দলের সঙ্গে কাজ করা চার কোচ ছাড়া বাকী সব কোচই এই শাস্তির আওতাধীনে আছে বলে জানা যায়।

এ বিষয়ে বাফুফের বেতনভুক্ত কোচ আব্দুর রাজ্জাক সারাবাংলাকে জানান, ‘আমি গত এক মাস ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্লিয়ানম্যান অ-১৭ খেলোয়াড়দের প্রশিক্ষণের কাজে বিকেএসপিতে অবস্থান করছি। এর মধ্যে কিভাবে আমি বাফুফে ভবনে গিয়ে হাজিরা দিবো বুঝতেছি না। অন্ততপক্ষে আমাকে বাফুফে বিষয়টি একনোলেজ করতে পারতো।’

এছাড়াও বছরের শুরুতে আরেকটি দুখের সংবাদ শুনেছে বাফুফে। বিশ্বকাপের একটি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাচীর টপকে দর্শকদের মাঠে নামার কারণে ১৩ লাখ টাকা জরিমানা করেছে ফিফা।

আরও পড়ুন:

দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

এএফসি জরিমানা ফিফা বাফুফে বাফুফের বেতনভুক্ত কোচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর