বিশ্বকাপের নক আউট নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: নাবিব নেওয়াজ
২ জানুয়ারি ২০২০ ১৪:৪৪
দক্ষিণ আফ্রিকায় এবছর বসছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। চলতি বছরের জানুয়ারির ১১ থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ দল নিয়ে এবারের আয়োজিত বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেওয়ার আগে বাংলাদেশ যুব দল নিয়ে বেশ আশা প্রকাশ করেছেন কোচ নাবিব নেওয়াজ। তবে সবার আগে নিজেদের নক আউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশ দলের।
টুর্নামেন্ট ১১ জানুয়ারি মাঠে গড়ালেও বাংলাদেশ দল অফিসিয়ালি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি। এর আগে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচও। আর দক্ষিণ আফ্রিকার বৈরী আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ৫ জানুয়ারি থেকে পচেস্ট্রুমে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। বাংলাদেশ দল শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বে। আর শনিবার (৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে পৌঁছে যাবে জোহানেসবার্গে।
শেষ ২০১৬ সালে নিজেদের দেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সেমি ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। তবে সেবার ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছিল টিম টাইগার। তবে শেষ পর্যন্ত ফাইনাল খেলার আগেই বিদায় জানাতে হয়েছিল টাইগার যুবাদের। সেই দল থেকে উঠে এসেছিলেন মেহেদী হাসান মিরাজের মতো অল রাউন্ডার।
এবারেও আকবার আলীর নেতৃত্বে যুব বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। আর এই দলের প্রতিও প্রত্যাশার পারদ বেশ উপরের দিকে। এই দলকে গড়ে তোলার পেছনের কারিগর নাবিব নেওয়াজ। দেশ ছাড়ার পূর্বে শেষ সাংবাদিক সম্মেলনে যুব দলের কোচ নিজেদের পরিকল্পনা সম্পর্কে জানান।
তিনি বলেন, ‘বিশ্বকাপকে সামনে আমরা নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এশিয়া কাপ ছাড়াও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে প্রস্তুতি নিয়েছি। এই দলটি কেবল মাঠের খেলাতেই নয়; মাঠের বাইরেও যেভাবে প্রস্তুতি নিয়েছে তাতে আমি অনেক খুশি। এই দলটিকে আমার কাছে অনেক পেশাদার বলেই মনে হয়। বড় ছবিটির দিকে তাকিয়ে আমি বলব, আমাদের প্রথম লক্ষ্যটিই হবে টুর্নামেন্টের নক আউট পর্ব নিশ্চিত করা। এবং সেটা খুবই গুরুত্বপূনর্ণ বিষয়।‘
ইংল্যান্ডের মাটিতে ভারতসহ ত্রিদেশীয় সিরিজে দারুণ ফলাফল, তারপর নিউজিল্যান্ডের মাটিতেই তাদের হারিয়ে সিরিজ জয়। এই দলটিই বলা চলে বাংলাদেশের যুবাদের অন্যতম সেরা পারফরম্যান্স করা দল। আর তাই তো প্রত্যাশা বেশ ওপরের দিকেই। ব্যাটে বলে সমান তালে লড়তে জানে এমনটাই বলছেন নাবিব নেওয়াজ। তিনি বলেন, ‘শক্তির কথা জানতে চাইলে আমি বলব আমাদের ব্যাটিংটাই মূল শক্তি যা খুবই তাৎপর্যপূর্ণ। আপনি যদি আমাদের ম্যাচগুলো লক্ষ্য করে থাকেন তাহলেই বুঝতে পারবেন। তবে আমি বলব আমাদের বোলিংটা একটু দুর্বল। তবে সম্প্রতি কিছু দারুণ অলরাউন্ডার উঠে এসেছে। তবে আমরা আমাদের ব্যাটসম্যানদের ওপরেই নির্ভর করব।‘
অনুর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকা নাবিব নেওয়াজ বাংলাদেশ যুব দল যুব বিশ্বকাপ ২০২০