ছক্কা প্রতি ২৫০ ডলার
৩ জানুয়ারি ২০২০ ১৬:৫৮
অস্ট্রেলিয়ার চলমান দাবানলে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য মানুষ। ভয়াবহ এই দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসছেন অনেকেই। সম্প্রতি আই তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অজি ব্যাটসম্যান ক্রিস লিন ঘোষণা দিয়েছেন বিগ ব্যাশে তাঁর মারা প্রতি ছক্কার জন্য ২৫০ ডলার করে তিনি দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য দেবেন।
সম্প্রতি এই হার্ড হিটার ব্যাটসম্যান তাঁর ব্যক্তিগত টুইটারে নিজের ব্যাটিং ও দাবানলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হে বন্ধুরা, এ বছর বিগ ব্যাশে আমি যত ছক্কা মারবো প্রতিটির জন্য ২৫০ ডলার রেড ক্রস বুশফায়ার আপিলে দান করব।’
তাঁর এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তাঁর সাথে সহমত পোষণ করেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ডার্চি শর্টও।
এদিকে পার্থ স্কর্চার্সের বোলার ফাওয়াদ আহমেদও তাদের সাথে একাগ্রতা প্রকাশ করে বলেন, চলতি মৌসুমে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য তিনিও ২৫০ ডলার দান করবেন।
চলতি বিগ ব্যাশে এ যাবৎ টুর্নামেন্টের একক সর্বোচ্চ ১২ টি ছয় মেরেছেন লিন। আর ম্যাক্সওয়েল মেরেছেন ৯ টি ছয়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। সেই সাথে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের ১২ শতাধিক বাড়ি ধ্বংস হয়েছে।