Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিটনেস টেস্টে পাস না করলে বেতন কাটা যাবে পাক ক্রিকেটারদের


৪ জানুয়ারি ২০২০ ০৮:৫৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের ফিটনেসের ওপর বেশ কড়াকড়ি আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রত্যেকের ফিটনেস টেস্ট দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে টেস্টে পাস না করতে পারলে মাসিক বেতনের থেকে ১৫ শতাংশ কেটে রাখা হবে বলে জানিয়েছে পিসিবি।

শুক্রবার (৩ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে এই বিষয়ে জানায় বিসিবি।

কেন্দ্রীয় চুক্তিভুক্ত ১৯ ক্রিকেটারকে দিতে হবে এই ফিটনেস টেস্ট। যা কিনা অনুষ্ঠিত হবে আগামী ৬-৭ জানুয়ারি। তবে চলমান বিপিএলে খেলার কারণে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির এবং শাদাব খানের ফিটনেস টেস্ট হবে ২০ এবং ২১ জানুয়ারি।

বিজ্ঞাপন

প্রত্যেক খেলোয়াড়কে প্রতিটি পরীক্ষাতেই নূন্যতম পাস মার্ক পেতে হবে। এই টেস্ট হবে পাকিস্তান জাতীয় দলের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিকের অধীনে। ফলাফল সন্তোষজনক না হলে বেতনের ১৫% কর্তন করা হবে। এবং এই কর্তন চলতেই থাকবে যতদিন না পাস করবে পরীক্ষায় ততদিন পর্যন্ত।

সেই সাথে টানা টেস্টে পাস করতে ব্যর্থ হতে থাকলে তাঁকে অবনমিত করা হবে বর্তমান ক্যাটাগরি থেকে। যেমন কেউ বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে থাকলে এবং সে টানা ফেল করলে সে নেমে যাবে ‘বি’ ক্যাটাগরিতে। পাস না করা পর্যন্ত এমন অবনতি চলতেই থাকবে।

টপ নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিটনেস টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর