ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পেল বাংলাদেশ
৪ জানুয়ারি ২০২০ ১৬:৩৯
ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিনকে। গ্রুপে জামাল ভূঁইয়াদের আরেক প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শেষ সময়ে একটি দল চূড়ান্ত করে ছয় জাতিতে হচ্ছে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। দলগুলো হলো- পূর্ব আফ্রিকার বুরুন্ডি, মরিশাস, সেইশেলস, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও বাংলাদেশ
ছয় জাতি হওয়ায় গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাকী দুই প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা।
বি গ্রুপে পড়েছে বাকী তিন দল- বুরুন্ডি, সেইশেলস ও মরিশাস।
ফিফা র্যাঙ্কিংয়ে টুর্নামেন্টের সবচেয়ে উপরে থাকা ফিলিস্তিনকেই (১০৬) পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেয়া বাকী দলগুলোর মধ্যে আরও দুটি দল বাংলাদেশের উপরে র্যাঙ্কিং আছে। তারা হলো মরিশাস (১৭২) ও বুরুন্ডি (১৫১)। সেইশেইলসের র্যাঙ্কিং ২০০ আর শ্রীলঙ্কার র্যাঙ্কিং ২০৫।
টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন বলেন, ‘ডিসেম্বরে হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী বলেছেন মুজিববর্ষের সঙ্গে এই টুর্নামেন্ট যোগ করতে। তাই এ বছর করছি আমরা। আরও একটি আয়োজন আমরা করতে যাচ্ছি মুজিববর্ষ উদযাপন করতে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনসমূহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমরা জাতির পিতার জন্মশতবর্ষে ১০০ টি ইভেন্ট আয়োজন করব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করছে ৬ জাতির বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০। আমি এ টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’
তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফুটবলবান্ধব উল্লেখ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। ক্রীড়ার উন্নয়নে তিনি সবসময় আমাদের সাহস ও উৎসাহ জুগিয়ে আসছেন। আমি বিশ্বাস করি, এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের ফুটবল অনন্য উচ্চতা পৌঁছে যাবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ড. কামাল আবু নাছের চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টস এর সিইও ফাহাদ এম করিম, ফিফার কাউন্সিল মেম্বার মিস মাহফুজা আক্তার কিরণ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৫ জানুয়ারি শুরু হয়ে এ টুর্নামেন্ট শেষ হবে ২৫ শে জানুয়ারি।
সারাবাংলা/জেএইচ
ফিলিস্তিন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বাফুফে বাংলাদেশ