Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-বার্সা অপ্রতিরোধ্য নয়: পেদ্রো


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৬

সারাবাংলা ডেস্ক

একসময়ের সতীর্থ মেসি ও তার দল বার্সেলোনাকে অপ্রতিরোধ্য বলে মনে করছেন না চেলসি ফরোয়ার্ড পেদ্রো। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (আজ) রাতেই বার্সার মুখোমুখি হবে চেলসি। কাতালান দলের সাবেক এই ফুটবলার তাই সতীর্থের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন।

ক্যাম্প ন্যু’তে সাত মৌসুম কাটিয়েছেন স্প্যানিশ তারকা পেদ্রো। কাতালানদের জার্সি গায়ে তাই অভিজ্ঞতাও নিয়েছেন অনেক। আর্জেন্টাইন সুপারস্টার মেসিকেও দেখেছেন খুব কাছ থেকে। মেসিকে তিনি মনে করেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। তবে প্রতিপক্ষ হিসেবে বার্সাকে অপ্রতিরোধ্য বলে মনে করছেন না পেদ্রো, ‘গ্রহের শীর্ষ ফুটবলার মেসিকে রুখে দেয়া কঠিন, কিন্তু অপ্রতিরোধ্য নয়।’

চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক চেলসি মুখোমুখি হবে লা লিগার শীর্ষ দল বার্সার বিপক্ষে। মেসি এন্ড কোং এর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই প্রতিরোধ গড়তে পারবেন বলে মনে করছেন চেলসি উইঙ্গার, ‘এই ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে, তাই দায়িত্বও থাকবে বেশি। কিন্তু এটা মানতে হয় বার্সা যদি একসঙ্গে লড়াই করে তবে প্রতিপক্ষের জন্য ম্যাচ কঠিন হয়ে পড়ে।’

হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে পেদ্রো আরও জানান, ‘ম্যাচে আমাদেরও সম্ভাবনা রয়েছে। মানতে হবে প্রতিপক্ষ বার্সা, মেসিও। দ্রুততম এই ফুটবলারকে রুখে দেয়া কঠিন, মাঠে সে দূর্দান্ত। তবে সেটাও অসম্ভব হবে না।’

কাতালানদের হয়ে ২০টি মেজর ট্রফি জিতেছেন পেদ্রো, এরমধ্যে তিনবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। সাবেক দলের বিপক্ষে তাই জয়ের সুযোগও থাকবে বলে মনে করছেন ২০১০ বিশ্বকাপ জয়ী এই স্প্যানিশ তারকা। পেদ্রো যোগ করেন, ‘এটি আমার জন্য একটি বিশেষ ম্যাচ। এই দলের (বার্সেলোনা) সঙ্গে বেশ কয়েক বছর খেলেছি, এই দলে অনেক বন্ধু আছে, সুখকর স্মৃতিও আছে অনেক।’

বিজ্ঞাপন

নিজের অভিজ্ঞতা থেকে এই ম্যাচে প্রতিরোধ গড়ার কথা জানালেন পেদ্রো।

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর