Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র নতুন প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে পাকিস্তান


৫ জানুয়ারি ২০২০ ১৬:২৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৭:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তবে এই সফরকে সামনে রেখেই একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ দল নিরাপত্তার দিক বিবেচনা করে কেবল টি-টোয়েন্টি সিরিজটাই পাকিস্তানে খেলতে চাইছে আর টেস্ট সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যুর কথা বলেছে। তবে এখানেই দ্বিমত পাকিস্তান ক্রিকেট বোর্ডের, তারা জানিয়েছে পূর্ণাঙ্গ সিরিজটি পাকিস্তানের মাটিতেই আয়োজন করতে চায়।

নানামুখী এই সমস্যার সমাধানও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছিল। পিসিবিকে সর্বশেষ একটি প্রস্তাব দেয় বিসিবি যেখানে দু’টি টেস্টের একটি পাকিস্তানে ও একটি ঢাকায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে এই প্রস্তাবটিও নাকচ করে দিয়েছে পিসিবি।

বিজ্ঞাপন

এই সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবটি পিসিবি নাকচ করে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজটি পাকিস্তানের হোম সিরিজ আর এই সিরিজ বাংলাদেশকে পাকিস্তানে এসেই খেলতে হবে।’ সংবাদ সংস্থা পিটিআইকে সেই কর্মকর্তা আরও বলেন, ‘এটা বেশ আশ্চর্যের বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের হোম সিরিজের একটি টেস্ট বাংলাদেশে খেলতে চায় আর একটি পাকিস্তানে। এই প্রস্তাবটি পাকিস্তান কখনোই মেনে নিবে না।’

চলতি মাসের ১৮ তারিখ বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কথা। গেল ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার এবং কোচিং স্টাফ পাকিস্তানের সফরের প্রতি অনীহা প্রকাশ করেছেন। আর তাদের সবাইই বোর্ড প্রধানকে জানিয়েছেন নিরাপত্তার কারণে তারা পাকিস্তান সফর করতে চায় না। যদিও টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর