সাইফের নতুন কোচ দ্রাগো মামিচ, সহকারী কোচ মিন্টু
৫ জানুয়ারি ২০২০ ২০:৪০
ঢাকা: মালদ্বীপের কোচ মোহাম্মদ নিজামকে বিদায়ের দুই দিনের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের নতুন কোচ দ্রাগো মামিচ। আগামিকাল সোমবার (৬ জানুয়ারি) আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।
দ্রাগো মামিচ বাংলাদেশের ফুটবলে নতুন নয়। দুই মৌসুম আগে দ্রাগো মামিচ ঢাকা আবাহনীর কোচ হয়ে এসেছিলেন। আবাহনীর হয়ে পুরো মৌসুম কাজ করেননি। পারিবারিক কারণে ফেডারেশন কাপ শেষেই আবাহনী ছেড়েছিলেন।
দ্রাগো মামিচকে দায়িত্ব দেয়া প্রসঙ্গে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘সে বাংলাদেশের ফুটবল সম্পর্কে যথেষ্ট জানে। পাশাপাশি অত্যন্ত উচু মানের কোচ।‘ দ্রাগো মামিচের উয়েফা প্রো লাইসেন্স রয়েছে।
চট্টগ্রাম আবাহনীর সাবেক কোচ জুলফিকার মাহমুদ মিন্টু দ্রাগো মামিচের সহকারী হিসেবে কাজ করবেন।
এবার ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিং ক্লাব নবাগত পুলিশ এফসির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। এর পরপরই নিজামকে বিদায় বলে দিয়েছে সাইফ। দুইদিনের মাথায় সাবেক ঢাকা আবাহনীর কোচ দ্রাগো মামিচকে নিয়োগ দিতে চলেছে দলটি।