যুব বিশ্বকাপের বিগত আসরগুলোতেও বাংলাদেশ থেকে আম্পায়ার ডেকে নেওয়া হয়েছে। কিন্তু সেই সংখ্যা ছিল মাত্র ১টি। অর্থাৎ এতদিন আইসিসির কোনো টুর্নামেন্টে একজন বাংলাদেশি আম্পায়ারকে আমন্ত্রণ জানানো হত। কিন্তু এবারই প্রথম সংখ্যাটি বেড়ে দাঁড়ালো দুইয়ে।
চলতি মাসের ১৮ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আাইসিসি অনূ-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনায় থাকবেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।
সবকিছু ঠিক থাকলে আগামিকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) তারা দক্ষিণ আফ্রিকার বিমানে চাপবেন। সোমবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছেন, ‘এই প্রথম আইসিসি বাংলাদেশের আম্পায়ারদের নিয়োগ দিল।‘