Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কারণেই তিনি ‘ছোটো দলের বড় তারকা’


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩৮

সারাবাংলা ডেস্ক

বয়স মাত্র ১৯। আর এই বয়সেই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খেলে বেড়াচ্ছেন যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের স্পিনার রশিদ খান। বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটের হটকেক তিনি। ‘ছোটো দলের বড় তারকা’ খ্যাতি পাওয়া রশিদ খান এবার দারুণ এক কীর্তি গড়েছেন। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসির সবশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বরে এককভাবে ওঠেননি রশিদ খান। এক নম্বরে রশিদ খানের সঙ্গী যৌথভাবে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকা সিরিজে ৮ উইকেট নিয়ে বুমরাহ এগিয়েছেন দুই ধাপ।

রশিদ খান আফগান জার্সিতে খেলেছেন মাত্র ৩৭ ওয়ানডে ম্যাচ। এই ফরম্যাটের ক্যারিয়ারে ইতোমধ্যেই ৮৬টি উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ৩৭ ম্যাচে এতগুলো উইকেট নেয়ার কীর্তি নেই ইতিহাসের আর কোনো বোলারের।

সদ্যই শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন রশিদ খান। তার উড়ন্ত পারফর্মে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই সিরিজে ১৬ উইকেট নেন এ লেগস্পিনার। শেষ ম্যাচে ১৩ রানে নেন ৩ উইকেট। ৭.৯৩ গড়ে উইকেট পাওয়া রশিদ খানের বেস্ট বোলিং ফিগার ছিল ৫/২৪।

অলরাউন্ডার র‌্যাংকিংয়েও শীর্ষ পাঁচে ঢুকেছেন রশিদ খান। শেষ ম্যাচে ২৯ বলে করেন ৪৩ রান। ১১ ধাপ এগিয়ে তিনি অলরাউন্ডার তালিকায় ওঠে এসেছেন চার নম্বরে। শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। সবার ওপরে আছেন সাকিব আল হাসান। দুইয়ে পাকিস্তানের সিনিয়র তারকা মোহাম্মদ হাফিজ, তিনে আরেক আফগান মোহাম্মদ নবী। চারে রশিদ খানকে জায়গা ছেড়ে দিয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন শ্রীলঙ্কান সিনিয়র তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

পাকিস্তানের সাকলাইন মুস্তাকের প্রথম ৫৩ ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৫২ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ৩৭ ম্যাচে রশিদ খানের এখন উইকেট ৮৬টি। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মালিক হওয়া এই আফগানের জন্য এখন কেবলই সময়ের ব্যাপার। পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার ২৭০৭ বল করে ১০০ উইকেটের মালিক হয়েছিলেন। সেই রেকর্ড ভাঙতে স্টার্ক করেছিলেন ২৪৫২ বল। ৮৬ উইকেট তুলে নিতে রশিদ খানকে করতে হয়েছে ১৭৯১ বল।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর