Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ান ওপেন থেকে দাবানলের জন্য ত্রাণ সংগ্রহ


৭ জানুয়ারি ২০২০ ১৩:৪৬

বিশ্বজুড়ে আলোচনার টেবিলে এখন অস্ট্রেলিয়ার স্মরণকালের ভয়ানক দাবানল। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই দাবানলকে। আর এমন ভয়ংকরী দাবানলে এখন পর্যন্ত ৫০ কোটির বেশি পশুপাখি মৃত্যুবরণ করেছে। সেই সঙ্গে মানুষও মারা গেছে এই দাবানলের কারণে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাসস্থানও। দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় অস্ট্রেলিয়ার ব্দায়ু দূষণের মাত্রাও বেড়ে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিও হুমকির মুখে পড়েছে। আর এমন দুর্যোগের ফলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে দেখা দিয়েছে সংশয়।

বিজ্ঞাপন

আগামী ২০শে জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা। যা শেষ হবে ২রা ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টের মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ করা হবে। এজন্য ‘এচেস ফর বুশফায়ার রিলিফ’ নামের ত্রাণ সংগ্রহের কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে কোনো খেলোয়াড় সার্ভের মাধ্যমে পয়েন্ট জিতলে ১০০ অস্ট্রেলিয়ান ডলার করে জমা হবে।

অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক কমিটি এমন দুর্যোগের মধ্যেও নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে। তবে এখানেই অংশগ্রহণকারীদের সঙ্গে বিবাদ আয়োজকদের। খেলোয়াড়রা এমন দুর্যোগের মধ্যে কিছুতেই টুর্নামেন্ট খেলতে চাইছে না।

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচও উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। সাতবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোভাক জোকোভিচ জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় এখন মহা দুর্যোগ আর তাই তো আমরা খেলোয়াড় এবং আয়োজকদের সঙ্গে আলোচনা করে ভেবে দেখা উচিৎ যে এই সময়ে টুর্নামেন্টটি পেছানো যায় কিনা।‘

অস্ট্রেলিয়ার টেনিস ফেডারেশনের প্রধান নির্বাহি ক্রেইগ টিলি জানিয়েছেন তাদের টুর্নামেন্ট পেছানোর কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা এবং শারীরিক সুস্থতা সবার আগে। আর এগুলো নিশ্চিত করতেই আমরা তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করছি। তবে এখনই আমাদের টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।‘

আয়োজকদের টুর্নামেন্ট পেছানো নিয়ে কোনো মাথাব্যথা না থাকলেও অংশগ্রহণকারীরা ঠিকই ভাবছেন দাবানলের ভয়াবহতা নিয়ে। আর তাই তো অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টি বলছেন টেনিসের চেয়ে দাবানল এখন অনেক বড়। তিনি আরও বলেন, ‘এই সময়ে অস্ট্রেলিয়ার সবচেতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাবানল। এটি এখন অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। আর এই দাবানল থেকেই অস্ট্রেলিয়ার বাতাসে ধোঁয়ার পরিমাণ বেড়ে গেছে। এই সময়টা অস্ট্রেলিয়ার মানুষদের জন্য অনেক কঠিন সময়। আর টেনিস তো একটা খেলা মাত্র। তবে বর্তমানে টেনিসের চেয়েও বড় দাবানল। আর আমাদের এই বিষয়টি নিয়ে আরো যত্নবান হয়া উচিত।‘

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ওপেনা অস্ট্রেলিয়ায় দাবানল অ্যাশলে বার্টি টেনিস থেকে ত্রাণ নোভাক জোকোভিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর