Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপন বললে টি-টোয়েন্টিতে ফিরবেন মাশরাফি!


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:০৫

স্টাফ করেসপন্ডেন্ট

অনেকটা অভিমান থেকেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন গত বছরের শ্রীলঙ্কা সফরে। মাশরাফি বিন মুর্তজার ওই সরে দাঁড়ানো নিয়ে কম তোলপাড় হয়নি। এরপর বাংলাদেশ যে চারটি টি-টোয়েন্টি খেলেছে, তার একটিতেও জেতা দূরে থাক, সেভাবে লড়াই-ই করতে পারেনি। বিশেষ করে প্রতিটা ম্যাচেই বাজে বলের মাশুল দিতে হয়েছে।

আবার মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরানো উচিত ছিল কি না, সেই প্রশ্নও উঠেছে বেশ কয়েক বার। সামনের মাসেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস কাপ খেলতে আবার শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ, তার আগে সেই প্রশ্ন আরও উচ্চকিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য আজ জোর দিয়ে বলতে পারলেন না, মাশরাফি ফিরবেনই। তবে জানিয়ে গেলেন, তিনি অনুরোধ করলে মাশরাফি তা ফেলতে পারবেন না।

শ্রীলঙ্কা সিরিজের দুইটি ম্যাচেই বোলাররা নিজেদের লাইন লেংথ খুঁজে পেতে জেরবার হয়ে গেছেন। মাশরাফির মতো একজন বোলারের অভাব তাই ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ। নাজমুল হাসানের সঙ্গে আজ দুই নির্বাচক ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সাথেও কথা হয়েছে, সেখানেও উঠে এসেছে এই প্রসঙ্গ। নাজমুল হাসান অবশ্য এখনই কোনো নিশ্চয়তা দিচ্ছেন না।

‘এটা নিয়ে আলাপ হয়েছে, এটা বেশি নির্ভর করছে মাশরাফির ওপর। আমাকে সবাই বলেছে, আপনি বললে ও খেলবে। কিন্তু আমি তো ওকে জোর করতে পারি না। আমি ওকে এই সিরিজে খেলার জন্য বলেছিলাম। কিন্তু ওরকম জোর দিয়ে না। কিন্তু মাশরাফি বলেছে সে টেস্ট খেলতে চায়, টি-টোয়েন্টি না। তার পর আর এটা আগায়নি।’

পাপন আরও যোগ করেন, ‘আমাদের নতুন বলে এখনও মাশরাফি সেরা। টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে বাদ দিলে মাশরাফি এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য।’

বিজ্ঞাপন

এর আগে শ্রীলঙ্কা সিরিজ শেষে ফেরার পর নাজমুল হাসান সরাসরিই অনুরোধ করেছিলেন মাশরাফিকে ২০ ওভারের ম্যাচে ফেরার। তবে মাশরাফি ওই সময় অনুরোধটা রাখেননি। নাজমুল হাসান আজ হাসিমুখেই নিজের আত্মবিশ্বাসটা জানিয়ে দিলেন, ‘দেখা যাক, চেষ্টা চলছে অলরেডি। আমি বললে মাশরাফি খেলবে, আমি জানি। হয়তো বলব।’

কিন্তু মাশরাফি কি পাপনের কথা শুনবেন?

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর