ফিলিস্তিন দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন
৭ জানুয়ারি ২০২০ ২২:০০
ঢাকা: র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে থাকা ফিলিস্তিনকে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ছয় জাতির এই ৬ষ্ঠ আসর। এসএ গেমসের ব্যর্থতা এ টুর্নামেন্ট দিয়ে পুষিয়ে দিতে চায় ফুটবলাররা।
দু’দিন আগে ড্র অনুষ্ঠান হয় বঙ্গবন্ধু গোল্ডকাপের। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) টুর্নামেন্টের চূড়ান্ত ফিক্সচার প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিক্সচারে ফিলিস্তিন ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও সবশেষ ম্যাচটা খেলবে জামাল ভূঁইয়ারা শ্রীলঙ্কার সঙ্গে ১৯ জানুয়ারি। টুর্নামেন্টের সব ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই বিকেল ৫টায় রাখা হয়েছে।
১৫ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হবে ফিলিস্তিন-বাংলাদেশ ম্যাচ দিয়ে। ২০ তারিখের মধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে যাবে। ২২ ও ২৩ জানুয়ারি দুটি সেমি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের এ আসরের পর্দা নামবে।
বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা। ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ। মধ্যমাঠ: রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা। ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নবীব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।