Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকান বর্ষসেরা নির্বাচিত হলেন সাদিও মানে


৮ জানুয়ারি ২০২০ ১২:১১

মিসরের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহকে টপকে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব বাগিয়ে নিলেন সেনেগালের তারকা খেলোয়াড় সাদিও মানে। গেলো বছর নিজ দেশকে আফ্রিকান নেশনস কাপ এবং লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর সুবাদে এই পুরস্কার বাগিয়ে নিলেন তিনি।

বর্ষসেরা হতে মানে সর্বোচ্চ ৪৭৭ পয়েন্ট পান। দ্বিতীয় হওয়া সালাহ’র সংগ্রহে ছিল ৩২৫ পয়েন্ট। আর আলজেরিয়া ও ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ ২৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে দ্বিতীয় সেনেগালিস হিসেবে তিনি এই পুরস্কারটি জিতেছেন। এর আগে সেনেগালের সাবেক ফুটবলার হাদি দিওফ ২০০১ এবং ২০০২ সালে টানা দুইবার আফ্রিকা সেরার খেতাব পেয়েছিলেন।

২০১৭-২০১৮ টানা দুইবার এই পুরস্কারটি জিতেছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু সাদিও মানে তাঁর হ্যাট্রিক শিরোপা জয়ে বাঁধা হয়ে দাঁড়ালেন।

আফ্রিকান নেশনস কাপ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বর্ষসেরা খেলোয়াড় লিভারপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর