Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরী সভায় মুশফিক মাহমুদউল্লাহকে ডেকে পাঠিয়েছেন পাপন


৮ জানুয়ারি ২০২০ ১৯:২৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১৫:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের যাওয়ার কথা। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সিরিজটির ভাগ্য ঝুলে আছে এখনো। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি’র শর্ত মেনে না নেওয়ায় আদৌ সিরিজটি হবে কিনা তা নিয়ে ইতোমধ্যেই সন্দেহ ডালপালা ছড়াতে শুরু করেছে। এমতাবস্থায়  সফরের  ভাগ্য চুড়ান্ত করতে বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জরুরী সভা ডেকেছেন সভাপতি  নাজমুল হাসান পাপন।

বোর্ডের অন্যান্য পরিচালকদের সঙ্গে সন্ধ্যায় জরুরী বৈঠক শুরু করেছেন বিসিবি প্রধান। জানা গেছে, সেই সভায় ডেকে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ ও মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে। সভায় পাকিস্তান সফর নিয়ে তাদের মতামত নেবেন বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দেশটির নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সফরকারী বাংলাদেশ  দলের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, শুধুমাত্র তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতেই চলতি মাসের তৃতীয় সপ্তাহে তারা দেশটিতে সফর করবে। আর দুই ম্যাচ সিরিজের টেস্ট পাকিস্তানে নয়, খেলবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। অন্যদিকে, স্বাগতিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, দেশের বাইরে অন্য কোথাও ম্যাচ খেলবে না পাকিস্তান। দু’টি সিরিজই তারা নিজেদের মাটিতে খেলতে আগ্রহী।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া সর্বশেষ প্রস্তাবটিও ফিরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই প্রস্তাবে দুই ম্যাচ সিরিজের টেস্টের একটি পাকিস্তানে ও একটি ঢাকায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে, এই প্রস্তাবটিও নাকচ করে দিয়েছে পিসিবি।

নাজমুল হাসান পাপন পাকিস্তান সফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

ফেক অ্যাপ চেনার উপায়
২৭ জুলাই ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর