Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেইলও দিলেন না ভোট


৯ জানুয়ারি ২০২০ ১৭:১৬

চার দিনের টেস্ট ক্রিকেটের পরিকল্পনার সময় খোদ আইসিসিও হয়তো ভাবতে পারেনি এতটা প্রতিরোধের মুখে পড়তে হবে। মাইকেল ভনের মতো হাতে গোনা কয়েকজন ক্রিকেটারকে বাদ দিলে ক্রিকেট দুনিয়ার সিংহভাগ সাবেক ও বর্তমান ক্রিকেটাররাই চার দিনের টেস্টের বিপক্ষে। আর সিংহভাগদের দলটি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আরো লম্বা করে দিলেন ক্রিস গেইল। জানিয়ে দিলেন চার দিনের টেস্টের পক্ষে নন তিনিও। তার মতে ‘পাঁচ দিনের টেস্টই সত্যিকারের টেস্ট।’

বিজ্ঞাপন

হুট করেই আইসিসি’র চার দিনের টেস্টের এই প্রস্তাব নিয়ে গত পরশু ভারতীয় এক সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে বিষাদগার করেছেন ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকার। দিন দুয়েক আগে বঙ্গবন্ধু বিপিএল খেলতে আসা প্রোটিয়া ওপেনার হাশিম আমলাও বাংলাদেশের এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পাঁচ দিনের টেস্টের পক্ষেই বলেছেন। তার দিন কয়েক আগে ভারতীয় জাতীয় দলের অধিনায়কও পাঁচ দিনের টেস্টের পক্ষে কথা বলেছেন। আর তাদের সঙ্গে গতকাল যুক্ত হয়েছেন ইয়ান বোথাম আর মাহেলা জয়াবর্ধনের মতো নন্দিত তারকারাও। এক সঙ্গে মিলে ঘোর বিরোধিতা করেছেন চার দিনের টেস্টের। আর এই তালিকায় সবশেষ সংযোজন হিসেবে ক্রিসে গেইলও না ভোট দিলেন চার দিনের টেস্টকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে গেইল বলেন, ‘আমি আসলে চার দিনের টেস্টের ফ্যান নই। আমি এক’শটি টেস্ট খেলেছি। কিছু ম্যাচ ছিল যা তিন দিনেই শেষ হয়েছে, কিছু চার দিনে। কিন্তু পাঁচ দিনের টেস্টই হলো সত্যিকারের টেস্ট। চার দিনের টেস্টের কথা যদি বলেন, আমি এর ভক্ত নই। পাঁচ দিনের টেস্ট একটি ধারার তৈরি করেছে, যা কিনা বহুবছর ধরে খেলা হয়ে আসছে। অতএব আমি বুঝতে পারছি না এটাকে কেন বিনাশ করতে চাইছে?’

আইসিসি’র প্রস্তাব অনুযায়ী ২০২৩ থেকে ২০৩১ মৌসুম পর্যন্ত যে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ হবে, সেখানেই শুরু হবে চার দিনের টেস্ট। কিন্তু চার দিনের টেস্ট আয়োজন করার উদ্দেশ্য বছরে ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়ানো। কীভাবে টেস্টের একটি দিন কমিয়ে তা ব্যবহার করা হবে, সে বিষয়ে ধারণা নেই কোনো ক্রিকেটারের। এমনকি আইসিসি-ও ঠিক করে উঠতে পারেনি টেস্টের দিন কমিয়ে কীভাবে ব্যবহার করা হবে।

এদিকে বুধবার (৯ জানুয়ারি) একটি বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের ফেডারেশন (ফিকা) জানিয়েছে, ‘টেস্টের এক দিন কমিয়ে তা কীভাবে ব্যবহার করতে চায় আইসিসি, সে বিষয়ে পরিষ্কার ধারণা না দিলে চার দিনের টেস্টকে মানা হবে না। ‘বিশ্বের একাধিক ক্রিকেটারের সঙ্গে আলোচনা ও তথ্য সংগ্রহ করার পরে একটি বিষয় পরিষ্কার, চার দিনের টেস্টকে ঘিরে ক্রিকেটবিশ্ব সন্তুষ্ট নয়। ক্রিকেটের সব চেয়ে পুরনো ফরম্যাটে সংস্কারের প্রয়োজন দেখছে না অনেকেই।‘

আইসিসি ক্রিস গেইল চার দিনের টেস্ট বিপিএল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর