হার্টে অপারেশনের পর গেইল যে সিদ্ধান্ত নিয়েছিলেন
৯ জানুয়ারি ২০২০ ১৮:৩৮
অস্ট্রেলিয়ার কোনো একটি হাসপাতালে ক্রিস গেইলের হৃদযন্ত্রে একবার অস্ত্রোপচার হয়েছিল। সুস্থ হয়ে দ্বিতীয় জীবন পেয়ে পণ করেছিলেন, যতদিনই বাঁচবেন জীবনটাকে পুরোপুরি উপভোগ করবেন। যে কোনো অবস্থায় সবার চেয়ে ভাল থাকবেন। উল্লেখ করার মতো ব্যাপার হলো, টি-টোয়েন্টির এই রাজা কিন্তু ঠিক তেমনই আছেন। অস্ট্রেলিয়ার ওই হাসপাতালে মনে মনে যে মন্ত্র পড়েছিলেন, তা আজও তার জীবন দর্শন হয়ে আছে।
ক্রিস গেইল মানেই তো ফুলপ্যাক বিনোদন। টর্নেডো ব্যাটে চার-ছক্কার ফুল-ঝুরি ছুটিয়ে মাঠে যেমন দর্শকমন যেমন আনন্দের খোরাক যোগান তেমনি নিজেও আনন্দ-ফুর্তিতে বুঁদ হয়ে থাকেন। সেজন্য অবশ্য কোনো উপলক্ষ্য লাগে না। বড়দিন, নতুন বছর তো আছেই যে কোনো ম্যাচ জয়ের পরেও তার উন্মত্ত পার্টির কথা ক্রিকেট দুনিয়ায় সর্বজন বিদীত। এ নিয়ে অনেকে প্রশ্নও তুলেছেন। কিন্তু কেন তিনি এমন করেন সেই রহস্য ভেদ করলেন আজ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে তিনি যেন সব উগড়ে দিলেন।
‘আমি আমার বইতে বিষয়টি নিয়ে লিখেছিলাম। যখন অস্ট্রেলিয়ায় আমার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হলো, ওহ্ এটাই আমার জীবনে একমাত্র অস্ত্রোপচার। যা হোক, ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম, আমি আমার জীবনকে পুরোপুরি উপভোগ করব। কখনো পেছনে ফিরে তাকাব না। যে কোনো পরিস্থিতিতে যাই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে ভাল থাকতে।‘