Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট


১১ জানুয়ারি ২০২০ ১৪:৪৭

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মাঠে গড়াচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট। তবে এই বছর জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টুর্নামেন্টের নাম করণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। সব কিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

শনিবার (১১ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ।

বিজ্ঞাপন

দেশের ৬৪টি জেলার ৫৫৬টি স্কুলের ১১,১২০ জন ক্রিকেটার অংশ নেবে স্কুল টুর্নামেন্টে। প্রতিযোগিতায় ৭০টি ভেন্যুতে মোট ৯৬৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জন্মশতবার্ষিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব বর্ষ স্কুল ক্রিকেট

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর