Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষস্থানের লড়াইয়ে চট্টগ্রামের পুঁজি ১৫৫


১১ জানুয়ারি ২০২০ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএল’র গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস। ম্যাচ জিতলেই বঙ্গবন্ধু বিপিএল’ গ্রুপ পর্বে শীর্ষস্থানে থেকেই শেষ করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করে ১৫৫ রান।

টস জিতে আগে আগে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। দুই দলেরই প্লে অফ নিশ্চিত হওয়ার পরেও এই ম্যাচটির গুরুত্বহীন নয়। এই ম্যাচ জিতলে নিশ্চিতভাবেই শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে চট্টগ্রাম আর রাজশাহী জিততে পারলে সম্ভবনা থাকবে তাদেরও শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার।

বিজ্ঞাপন

উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে ক্রিস গেইল আর জুনায়েদ সিদ্দিকী শুরুটা দারুণ করেন। তবে ব্যক্তিগত ২৩ রানে জুনায়েদ ফিরে গেলে গেইলের সঙ্গে জুটি গড়েন ইমরুল কায়েস। এদিনও নামে প্রতি সুবিচার করতে ব্যর্থ হন গেইল। ২১ বলে মাত্র ২৩ রান করে গেইল যখন ফিরে যায় চট্টগ্রামের স্কোরবোর্ডে রান সংখ্যা তখন মাত্র ৬০।

গেইল ফিরলে যেন রানের চাকা থেমে যায় চ্যালেঞ্জার্সদের। গেইলের পর ১৮ বলে ১৯ রান করে ফেরেন ইমরুল কায়েস। এরপর শতক স্পর্শ করার আগেই ফিরে যান চ্যাডউইক ওয়াল্টন। তবে শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর নুরুল হাসান সোহানের ৩৮ রানের জুটিতে শেষ পর্যন্ত ১৫৫ রান তুলতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নুরুল হাসান সোহান করেন ১৬ বলে ৩০ আর মাহমুদুল্লাহ রিয়াদ করেন অপরাজিত ৩৪ বলে ৪৮ রান।

রাজশাহীর হয়ে বল হাতে একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী, শোয়েব মালিক, আফিফ হোসেন এবং তাইজুল ইসলাম। তবে রানের লাগান টেনে ধরার কাজটি করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। চার ওভার বল করে একটি উইকেট নিতে তিনি খরচ করেন মাত্র ২৪ রান। অন্যদিকে শোয়েব মালিক ৩ ওভারে দেন মাত্র ১১ রান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স প্লে অফ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ শীর্ষস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর