মাঠ ছাড়লেন রক্তাক্ত মাশরাফি
১১ জানুয়ারি ২০২০ ২২:৩২
খুলনার ব্যাটিং ইনিংসের একাদশতম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া বলটি কাভারের ওপর দিয়ে সীমানা পাড় করতে চেয়েছিলেন রাইলি রুশে। সেখানে ফিল্ডিং করছিলেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা।
ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি চেয়েছিলেন। কিন্তু দ্রুত গতির বল তার মুঠো গলে বেরিয়ে যায়। মাশরাফি কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন। উঠে যখন হাতের দিকে তাকালেন দেখলেন ঝক্ত ঝড়ছে।
দলের ফিজিও তাৎক্ষণিক মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান ঢাকা প্লাটুন দলপতিকে। এরপর ইনিংসের বাকি সময় আর মাঠে ফেরেননি ম্যাশ।
শনিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৫ রান সংগ্রহ করে মাশরাফির ঢাকা প্লাটুন। ২০৬ রানের পাহারসম লক্ষ্য হেসে খেলেই ১১ বল হাতে রেখে দুই উইকেটের খরচায় জিতে নেয় খুলনা টাইগার্স।
ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন