এক নজরে বঙ্গবন্ধু বিপিএলের প্লে অফের সূচি
১২ জানুয়ারি ২০২০ ০৯:৫৪
শেষ হয়ে গেলো বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের ম্যাচ। এবার পালা প্লে অফের। আগামী ১৩ জানুয়ারি থেকে প্লে অফ পর্বের খেলা মাঠে গড়াবে যেখানে প্রথম ম্যাচে মাঠে নামবে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
একই দিন প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে লড়বে এই দুই দল।
এরপর ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে খুলনা বনাম রাজশাহীর ম্যাচে পরাজিত দল এবং যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচের জয়ী দল। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
সবশেষে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের বহু প্রত্যাশিত ফাইনাল। যেখানে প্রথম কোয়ালিফায়ার জয়ী শিরোপার জন্য লড়বে দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ীর বিপক্ষে। সন্ধ্যা ৭ টায় শুরু হবে এবারের আসরের এই শিরোপা নির্ধারনী ম্যাচটি।
প্লে অফের সূচি:
এলিমিনেটর (১৩ জানুয়ারি) : যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুপুর ১.৩০ মিনিট
কোয়ালিফায়ার ১ (১৩ জানুয়ারি) : খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস, সন্ধ্যা ৬.৩০ মিনিট
কোয়ালিফায়ার ২ (১৫ জানুয়ারি) : কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী, সন্ধ্যা ৬.৩০ মিনিট
ফাইনাল (১৭ জানুয়ারি) : কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিয়াফায়ার ২ জয়ী, সন্ধ্যা ৭.০০ মিনিট
খুলনা টাইগার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন রাজশাহী রয়্যালস