প্রতিবছরই হবে বঙ্গবন্ধুর নামে বিপিএল
১২ জানুয়ারি ২০২০ ২২:২৯
ঢাকা: শিরোনাম থেকে ফ্র্যাঞ্জাইজিরা আঁতকে উঠবেন না। ভাববেন না, সপ্তম আসরের মত বিপিএলের আসন্ন আসরগুলোতেও তাদের বঞ্চিত করা হবে বা প্রতি বছরই বিসিবি আয়োজন করবে, এবার যেমন করছে। ব্যাপার ঠিক তেমন না। আগামী বিপিএলে তাদের অংশগ্রহণ ঠিকই থাকবে, শুধু টুর্নামেন্টের নামটা বঙ্গবন্ধুর নামে নামকরণ হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিপিএল সপ্তম আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে (বঙ্গবন্ধু বিপিএল)।এই নামেই আগামীতে মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচে জাঁকজকমপূর্ণ এই আসর।
রোববার (১২ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা-শেষে সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন,‘বঙ্গবন্ধু বিপিএল, এটা আগে ছিলো শুধু বিপিএল। আমরা এ বছর করেছিলাম বঙ্গবন্ধু বিপিএল। এটা আমরা অব্যাহত রাখবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি এটার নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। আমাদের ইচ্ছা হচ্ছে স্থায়ীভাবে এই নামটিই থেকে যাবে। ফ্র্যাঞ্জাইজিদের সেটাতে কোনো সমস্যা নেই। ফ্র্যাঞ্জাইজি আসবে, দল থাকবে, নামটা স্থায়ীভাবে বঙ্গবন্ধু বিপিএলই করে দিচ্ছি।’