Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর ভেঙে দলে ফিরছেন ব্রাভো


১৩ জানুয়ারি ২০২০ ১৩:০২

২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ। এরপর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই ক্যারিবীয় অল রাউন্ডার ডোয়াইন ব্রাভো গেলো ডিসেম্বরে ফের সিদ্ধান্ত নিয়েছিলেন ফিরবেন তিনি অবসর ভেঙে।

তাঁর ঘোষণার পর একদমই বিলম্ব করেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ব্রাভোকে রেখেছে বোর্ড। মূলত অষ্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরছেন তিনি।

বিজ্ঞাপন

এই ম্যাচের ভেতর দিয়ে দীর্ঘ প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ক্যারিবীয় এই অল রাউন্ডার।

আগামী বুধবার (১৫ জানুয়ারি) সেন্ট জোনসে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভেতর দিয়ে মাঠে ফিরবেন তিনি।

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকলাস পুরান, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমনস এবং হেইডেন ওয়ালশ, কেশরিক উইলিয়ামস।

ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজ ডোয়াইন ব্রাভো

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর