টর্নেডো গেইলের ক্যাচ এক হাতেই নিলেন মাশরাফি
১৩ জানুয়ারি ২০২০ ১৭:১২
বাঁ হাতে ১৪টি সেলাইর ব্যান্ডেজ। কিছুই করতে পারছেন না। সবেধন নীলমনি বলতে আছে কেবল ডান হাত। বঙ্গবন্ধু বিপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সেই হাতে বোলিং করেছেন। ব্যাটিংও করেছেন, তবে স্ট্রাইক নেননি। কী আশ্চর্য্য সেই হাতেই কিনা নিলেন ক্যাচ! চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিস্ফোরক ওপেনার ক্রিস গেইলকে এক হাতে ক্যাচ নিয়ে ড্রেসিং রুমের পথ দেখালেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি।
সোমবার (১৩ জানুয়ারি) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের ইনিংসের ১৫তম ওভারের কথা। ফাইন লেগে ফিল্ডিং করছিলেন মাশরাফি। ওভারে সাদাব খানের চতুর্থ বলটি গেইল সুইপ করতে গেলে টপ এজ হয়ে বল চলে যায় মাশরাফির দিকে। জায়গায় দাঁড়িয়ে খুব সহজেই তা তালুবন্দি করেন ম্যাশ। সফট ডিসমিসাল হয়ে ফিরে যান গেইল।
প্রসঙ্গত, শনিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের তালুতে মারাত্মক চোট পান যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। সেই চোট প্রশমনে তার ক্ষতে দিতে হয়েছে ১৪ টি সেলাই।
ঘটনার সূত্রপাত ওই ম্যাচের খুলনার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে। মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া বলটি কাভারের ওপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন রাইলি রুশে। সেখানে ফিল্ডিং করছিলেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করতে চেয়েছিলেন। কিন্তু দ্রুত গতির বল তার মুঠো গলে বেরিয়ে যায়। বলের আঘাতে মাশরাফি কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন। উঠে যখন হাতের দিকে তাকালেন দেখলেন রক্ত ঝরছে।
দলের ফিজিও তাৎক্ষণিক মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান ঢাকা প্লাটুন দলপতিকে। এরপর ইনিংসের বাকি সময় আর মাঠে ফেরেননি ম্যাশ।
বঙ্গবন্ধু বিপিএলে সেমি ফাইনালের মিশনে মিরপুর শের ই বাংলায় মাশরাফির যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে বিদায় নিয়েছে।
ক্রিস গেইল বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মাশরাফি বিন মুর্ত্তজা যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন