Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সফরেও নেই রুমানা


১৩ জানুয়ারি ২০২০ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁটুর চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারেননি রুমানা আহমেদ। একই চোট তাকে ছিটকে দিয়েছে ভারত সফর থেকেও। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভারতে চার দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে থাকছেন না লাল সবুজের সেরা অল রাউন্ডার রুমানা।

ফলে তাকে ছাড়ায় ভারত সফরে ১৮ সদ্যেসর নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

সালমা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাটনার উদ্দেশে ঢাকা ছাড়বে নারী দল। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। শেষ হবে ২৩ জানুয়ারি। ভারতের ‘এ’ ও ‘বি’ দল ছাড়াও আসরের অপর দেশ থাইল্যান্ড।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া এবং সোবহানা মোস্তারি।

ইনজুরি নারী ক্রিকেটার বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল ভারত সফর রুমানা আহমেদ

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩
১৬ জুলাই ২০২৫ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর