Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা টাইগারদের


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৫

সারাবাংলা ডেস্ক

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ৫২’র আন্দোলনে প্রাণ দেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে পুরো দেশ। আজ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের স্মরণে অন্যান্যদের মতো পিছিয়ে নেই জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিক-মাশরাফি-সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-মিরাজ-সৌম্য সরকাররা নিজ নিজ অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করছেন।

টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন ‘সকল ভাষা সৈনিকদের জানাই বিনম্র শ্রদ্ধা।’ ছবিতে দেখা যাচ্ছে জার্সিতে বাংলায় লেখা ‘মাশরাফি’, চিরচেনা জার্সি নম্বর ‘২’। ছবির পাশে লেখা ‘মাতৃভাষার শক্তি বুকে নিয়ে খেলি বিশ্বজুড়ে’।

বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিক ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বাঙালীর প্রান বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন, দেশের নতুন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব লিখেছেন, ‘বাংলা, আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ! ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে যোগায় সকল বিপত্তিকে পিছে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই সকল ভাষা শহীদদের।’

টাইগারদের ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘জীবন দিয়ে যারা বাংলাকে আমাদের মাতৃভাষা রূপে এনে দিয়েছেন সে সকল মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’ সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!’

এদিকে, জাতীয় দলের আরেক ওপেনার সৌম্য সরকার তার ফেসবুকে লিখেছেন, ‘এটা আমাদের জন্য ব্যথার যে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। কিন্তু এটাই আমাদের জন্য গর্বের এবং আনন্দের যে আমরা আমাদের নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। আমরা অভিবাদন জানাই সেই সব শহীদের প্রতি যারা বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন।’

স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণের ভাষার জন্য আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও তাহাদের রুহের মাগফেরাত কামনা করছি।’

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

সর্বোচ্চ আয়করদাতা শাহরুখ খান
৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৫

শুল্ক কমলো আলু-পেঁয়াজ-কীটনাশকে
৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০

সম্পর্কিত খবর