গেইল ঝড়ে লড়াকু সংগ্রহ চট্টগ্রামের
১৫ জানুয়ারি ২০২০ ২০:৫৮
বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের সামনে লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের খরচায় চট্টগ্রামের সংগ্রহ ১৬৪ রান।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে হেরে ব্যাট করতে নেমে ২২ রানেই প্রথম উইকেট হারায় চট্টলা। দলীয় ৪৫ রানে সাজঘরে ফেরেন ইমরুল কায়েসও।
কিন্তু উইকেট আগলে রেখে রাজশাহীর বোলারদের উপর বুলডোজার চালানো শুরু করেন গেইল এবং মাহমুদউল্লাহ। ২৫ বল খেলে গড়েন ৫২ রানের জুটি। ২৪ বলে ৬০ রান করা গেইলকে ফিরিয়ে বিধ্বংসী এই জুটি ভাঙেন আফিফ হোসেন।
এরপর ১৮ বলে ৩৩ করা মাহমুদউল্লাহ ফেরেন মোহাম্মদ নেওয়াজের শিকার হয়ে। তারপরই শুরু হয় চট্টলার শিবিরে আসা যাওয়ার মিছিল। ৫১ রান তুলতেই সাজঘরে ফেরেন চ্যালেঞ্জার্সের ৫ ব্যাটসম্যান। শেষের দিকে গুনারত্নের ২৫ বলে ৩১ রানের ওপর ভর করে ১৬৪ রান তোলে চট্টগ্রাম।
রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান এবং মোহাম্মদ নেওয়াজ।
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রাজশাহী রয়্যালস বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স