ভারতের ‘সুপার ফ্যান’ হিসেবে পরিচিত চারুলতা প্যাটেল আর নেই। গত সোমবার (১৩ জানুয়ারি) বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে মাঠে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ৮৭ বছর বয়সি এই ক্রিকেটপ্রেমী। হুইলচেয়ারে বসে ভুভুজেলা বাজাতে দেখা গিয়েছিলো তাঁকে।
ক্রিকেট নিয়ে তাঁর এমন উৎসাহ উদ্দীপনা দেখে ম্যাচের পর তাঁর সাথে দেখা করেছিলেন ভিরাট কোহলি এবং রোহিত শর্মা। নিয়েছিলেন তাঁর আশির্বাদও।
প্রবীণ এই ক্রিকেটপ্রেমীর সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি প্রকাশ করেছিলেন। সেই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে আখ্যায়িত করেছিলো ‘সুপার ফ্যান’ নামে।
পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানানো হয়েছে কোহলি এবং রোহিত শর্মাকে। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিসিসিআইয়ের তরফ থেকেও শ্রদ্ধা জানানো হয় তাঁকে।