Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্র্যাক ফেলে সবুজ ঘাসে স্প্রিন্টাররা, মুকুট ইসমাইল-শিরিনের


১৬ জানুয়ারি ২০২০ ২২:৪৭

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় অ্যাথলেটিক্স শুরু হয়েছে। এবার কোনও ট্র্যাকে নয় সবুজ ঘাসেই দৌড়েছেন স্প্রিন্টাররা। তাই স্প্রিন্টিং ইভেন্টের কোনও রেকর্ডই জাতীয় রেকর্ডে লিপিবদ্ধ হবে না। ১০০মিটার স্প্রিন্টে দ্রততম মানব-মানবী হয়েছেন নৌবাহিনীর ইসমাইল ও শিরিন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি করর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবার ৪৩তম জাতীয় এ্যাথলেটিকস জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

১০০ মিঃ স্প্রিন্টার পুরুষ ইভেন্টে দ্রততম মানব হয়েছেন নৌবাহিনীর এম ইসমাইল। তিনি সময় নিয়েছেন ১০: ৪০ সে.। তিনি বিগত ১৪তম সামার গেমস-১৮ জাতীয় রেকর্ডসহ দ্রততম মানব হয়েছিলেন।

১০০ মিঃ স্প্রিন্টার মহিলা ইভেন্টে দ্রততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। তিনি সময় নিয়েছেন ১২:১০ সে.। তিনি এ ধরা জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে টানা ১০ বার দ্রততম মানবী হওয়ার খেতাব লাভ করেন।

১ম দিনে মোট ১০টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ৬ টি স্বর্ণ, ৪ টি রৌপ্য এবং ৪ টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ০৩ টি স্বর্ণ, ০৫ টি রৌপ্য এবং ০৪ টি ব্রোঞ্জ সহ মোট ১২ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবিাহিনী এবং ০১ টি স্বর্ণ ও ০১ টি রৌপ্য মোট ২টি পদকে ৩য় অবস্থানে আছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি।

উল্লেখ্য যে, এবারের প্রতিযোগিতা ঘাসের মাঠে অনুষ্ঠিত হওয়ার কারণে কোন অ্যাথলেটের রেকর্ড লিপিবদ্ধ করা হবে না এবং হ্যান্ড টাইমিং এ ইভেন্ট পরিচালনা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনদিনব্যাপী প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টের জন্য ৩৩টি দলের ৩৭৫জন অ্যাথলেট অংশগ্রহন করছেন এর মধ্যে পুরুষ অ্যাথলেট ২৮৭জন মহিলা এ্যাথলেট ৮৮ জন। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশের বরেণ্য ক্রীড়া সংগঠক, সাবেক জাতীয় খেলোয়াড়, জাতীয় ও আন্তর্জাতিক মানের পুরস্কারপ্রাপ্ত বহু সংখ্যক প্রায় ১৫০জন ক্রীড়া ব্যক্তিত্ব যারা জাজ/বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৪৩তম জাতীয় এ্যাথলেটিকস জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা অ্যাথলেটিক্স এম ইসমাইল শিরিন আক্তার স্প্রিন্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর